টাঙ্গাইলের মির্জাপুরে নিজ জন্মভুমিতে সংবর্ধিত হলেন শিক্ষা সচিব মো. সোলেমান খান। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের শিক্ষা মন্ত্রনালয়ের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক বিভাগের সচিব পদে পদোন্নতি পাওয়ায় তাকে এই সংবর্ধনা দেওয়া হয়।
শনিবার বিকেলে উপজেলার উয়ার্শী ইউনিয়নের মসদই জনকল্যান সংঘ মসদই সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এই সংবর্ধনার আয়োজন করে।
সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টাঙ্গাইল-৭ মির্জাপুর আসনের সংসদ সদস্য খান আহমেদ শুভ।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সড়ক ও জনপথ বিভাগের অবসরপ্রাপ্ত প্রধান প্রকৌশলী বীর মুক্তিযোদ্ধা আমিনুর রহমান লস্কর। উদ্বোধন করেন মেঘনা ব্যাংকের প্রতিষ্ঠাতা ভাইস চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুল আলীম খান সেলিম।
এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন শহীদ ভবানী প্রসাদ সাহা সরকারি কলেজের ভারপ্রপ্ত অধ্যক্ষ তাহমিনা জাহান, মির্জাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. হাফিজুর রহমান, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. জুলফিকার হায়দার, উয়ার্শী ইউপি চেয়ারম্যান মাহাবুব আলম মল্লিক প্রমুখ