টাঙ্গাইল-৭ মির্জাপুর আসনে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী খান আহমেদ শুভর নির্বাচন পরিচালনার জন্য ১০১ সদস্য বিশিষ্ট নির্বাচন পরিচালনা কমিটি গঠন করা হয়েছে।
বুধবার বেলা ১১ টায় টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের সমন্বয় কমিটির উদ্যোগে বিশেষ বর্ধিত সভার মাধ্যমে এই কমিটি গঠন করা হয়।
মির্জাপুর শহীদ ভবানী প্রসাদ সাহা সরকারি কলেজ মিলনায়তনে এই সভা অনুষ্ঠিত হয়।
সভার সভাপতিত্ব করেন টাঙ্গাইল-৭ (মির্জাপুর আসনের আওয়ামী লীগের মনোনীত প্রার্থী খান আহমেদ শুভ এমপি।
সভায় বক্তৃতা করেন জেলা আওয়ামী লীগের সহসভাপতি আশরাফুজ্জামান স্মৃতি, যুগ্ম সম্পাদক সুবাস চন্দ্র সাহা, সাংগঠনিক সম্পাদক জামিলুর রহমান মিরন, উপজেলা আওয়ামী লীগের উপদেষ্টা সাবেক মেয়র এ্যাড. মোশারফ হোসেন মনি, সদস্য ও সাবেক মেয়র শহিদুর রহমান, সেচ্ছাসেবক লীগের সাবেক সভাপতি হাজী আবুল হোসেন প্রমুখ।
পরে সাবেক মেয়র মোশারফ হোসেন মনিকে আহবায়ক এবং সাবেক মেয়র শহীদুর রহমান শহীদকে সদস্য সচিব করে ১০১ সদস্য বিশিষ্ট নির্বাচন পরিচালনা কমিটি গঠন করা হয়।