টাঙ্গাইলের মির্জাপুরে গরুভর্তি পিকআপের চাপায় হাফেজ রায়হান মিয়া (১৯) নামে এক দাখিল পরীক্ষার্থী নিহত হয়েছে। বৃহস্পতিবার (২২ ফেব্রুয়ারী) সকাল সারে ৮টার দিকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের (পুরাতন) পোষ্টকামুরী চরপাড়া নামক স্থানে এই দুর্ঘটনা ঘটে।
নিহত রায়হান মিয়া উপজেলার ভাওড়া ইউনিয়নের ভাওড়া নায়াপাড়া গ্রামের স্কুল শিক্ষক হাবিবুর রহমানের ছেলে। সে এবছর মির্জাপুর আফাজ উদ্দিন দারুল উলুম দাখিল মাদ্রাসা থেকে দাখিল পরীক্ষা দিচ্ছিলো।
পুলিশ জানায়, রায়হান মিয়া সকালে তার বাবা হাবিবুর রহমানের সাথে মোটরসাইকেল যোগে পরীক্ষা দিতে আসছিলো এবং তার বাবা বাশতৈল কেন্দ্রে এসএসসি পরীক্ষার ডিউট ছিলো। পথিমধ্যে মহাসড়কের ওই স্থানে পৌছালে সিএনজি চালিত অটোরিকশা মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এতে রায়হান ও তার বাবা মোটরসাইকেল থেকে পড়ে যায়। এসময় একটি গরুবর্তি পিকআপ রায়হানকে চাপা দিয়ে ঘটনাস্থলেই সে মারা যায়। দুর্ঘটনায় রায়হানের বাবা আহত হন। তাকে কুমুদিনী হাসপাতালে ভর্তি করা হয়েছে।
মির্জাপুর থানার পরিদর্শক (তদন্ত) মো. গিয়াস উদ্দিন বলেন, নিহতের মরদেহ উদ্ধার করা হয়েছে। আইনী প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের সদস্যদের নিকট হস্তান্তর করা হবে।