টাঙ্গাইলের মির্জাপুরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ত্রাণ তহবিল থেকে প্রদানকৃত ২৬ জনকে ২৩ লাখ ৫০ হাজার টাকা আর্থিক অনুদানের চেক বিতরণ করা হয়েছে। শুক্রবার বিকেলে স্থানীয় সংসদ সদস্য খান আহমেদ শুভ এ চেক বিতরণ করেন।
এ উপলক্ষে প্রেসক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত আলোচনাসভায় সভাপতিত্ব করেন মির্জাপুর উপজেলা পরিষদের চেয়াম্যান মীর এনায়েত হোসেন মন্টু।
এসময় সংসদ সদস্য খান আহমেদ শুভ, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. হাফিজুর রহমান, মির্জাপুর প্রেসক্লাবের সভাপতি নিরঞ্জন পাল, সাবেক সভাপতি শামসুল ইসলাম সহিদ, উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মোজাহিদুল ইসলাম মনির, ভাওড়া ইউপির সাবেক চেয়ারম্যান আমজাদ হোসেন ও উপজেলা আ.লীগের সাংগঠনিক সম্পাদক আমিনুর রহমান আকন্দ প্রমুখ বক্তৃতা করেন।