টাঙ্গাইলের মির্জাপুর ১০৫ টি প্রাথমিক বিদ্যালয়ে ল্যাপটপ বিতরণ করা হয়েছ। বৃহস্পতিবার বেলা ১২টায় উপজেলা পরিষদ মিলনায়তন থেকে এই ল্যাপটপ বিতরণ করেন স্থানীয় সংসদ সদস্য খান আহমেদ শুভ।
ল্যাপটপ বিতরণ উপলক্ষে এক আলোচনাসভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. হাফিজুর রহমান।
বক্তৃতা করেন সংসদ সদস্য খান আহমেদ শুভ, উপজেলা পরিষদের চেয়ারম্যান মীর এনায়েত হোসেন মন্টু, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান শামীমা আক্তার শিফা, ভাইস চেয়ারম্যান আজহারুল ইসলাম, মির্জাপুর থানার পরিদর্শক (তদন্ত) গিয়াস উদ্দিন, উপজেলা আ.লীগের সহসভাপতি মোজাহিদুল ইসলাম মনির, উপজেলা শিক্ষা কর্মকর্তা আলমগীর হোসেন প্রমুখ।
পরে ১০৫ টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের মধ্যে ল্যাপটপ বিতরণ করা হয়।