টাঙ্গাইলের মির্জাপুরে বঙ্গমাতা ফজিলাতুন্নেছা মুজিবের ৯৩ তম জন্মদিন পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে স্থানীয় সংসদ সদস্য, উপজেলা প্রশাসন, মুক্তিযোদ্ধা সংসদ, পৌরসভা এবং বিভিন্ন রাজনৈতিক সামাজিক সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে মঙ্গলবার(৮ আগস্ট) সকাল সাড়ে ১০টায় বঙ্গমাতার প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পণ করা হয়।
এরপর উপজেলা পরিষদ মিলনায়তনে এক আলোচনাসভা অনুষ্টিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সংসদ সদস্য খান আহমেদ শুভ।
উপজেলা নির্বাহী কর্মকর্তা শাকিলা বিনতে মতিনের সভাপতিত্বে অন্যদের মধ্যে বক্তৃতা করেন পৌর মেয়র সালমা আক্তার শিমুল, উপজেলা আ.লীগের সভাপতি মীর শরীফ মাহামুদ, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান শামীমা আক্তার শিফা, ভাইস চেয়ারম্যান আজহারুল ইসলাম, মির্জাপুর থানার অফিসার ইনচার্জ শেখ আবু সালেহ মাসুদ করিম, উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা সরকার হিতেশ চন্দ্র পুলক, উপজেলা কৃষি কর্মকর্তা সঞ্জয় কুমার পাল প্রমুখ।
পরে উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের উদ্যোগে উপজেলার বিভিন্ন গ্রামের দুস্থ ও অসহায় ৮ জন মহিলার মাঝে সেলাই মেশিন বিতিরণ করা হয় বলে উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা শারমিন সিদ্দীকা জানিয়েছেন।