টাঙ্গাইলের মির্জাপুর বাঁশতৈল ইউনিয়নের পেকুয়া-অভিরামপুর ব্রীজে যাত্রীবাহী অটোগাড়ি নিয়ন্ত্রন হারিয়ে পানিতে পড়ে যায়।
ঘটনাস্থল থেকে সোহাগ সিকদারের কাছ থেকে জানা যায়, আজ বৃহস্পতিবার(১৬ জুলাই) সকাল ৭ টার দিকে চালক অটো গাড়ি নিয়ে ব্রীজটি পাড় হবার সময় নিয়ন্ত্রন হারিয়ে পানিতে পড়ে যায়। এলাকাবাসীর সহায়তায় পানি থেকে গাড়িটির উদ্ধার কাজ চলছে।
উল্লেখ্য যে, বিগত কয়েকদিন আগে পেকুয়া-অভিরামপুর ব্রীজটি রাতে মালবাহী ট্রাক পাড় হবার সময় ভেংগে পড়ে।এরপর বাঁশতৈল ইউনিয়নের সুযোগ্য চেয়ারম্যান মহোদয় জনাব আতিকুর রহমান মিল্টন ব্রীজটি সংস্কার করেন।
এ বিষয়ে স্থানীয় চেয়ারম্যান আতিকুর রহমান মিল্টন জানান,জনগনের যাতায়াত কষ্ট নিরসনে ব্রীজটি অতিদ্রুত সংস্কার করি।এমনকি পুরাতন ব্রীজটি নতুনভাবে তৈরী করতে উর্ধ্বতন কর্তৃপক্ষের নিকট সুদৃষ্টি কামনা করা হয়।