টাঙ্গাইলের মির্জাপুরে ভিক্ষাবৃত্তিতে নিয়োজিত জনগোষ্ঠীর পূনর্বাসন ও বিকল্প কর্মসংস্থান কর্মসূচীর আওতায় ভিক্ষুকদের মাঝে ছাগল বিতরণ করা হয়েছে। বুধবার বেলা ১২টায় উপজেলা পরিষদ মিলনায়তন থেকে উপজেলা প্রশাসন ও সমাজসেবা অফিসের আয়োজনে এই অনুষ্ঠান হয়েছে।
উপজেলা পরিষদের চেয়ারম্যান মীর এনায়েহত হোসেন মন্টু প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ভিক্ষুকদের মাঝে ছাগল বিতরণ করেন।
এ উপলক্ষে আয়োজিত এক আলোচনাসভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শাকিলা বিনতে মতিন।
এসময় অন্যদের মধ্যে অনুষ্ঠানে বক্তৃতা করেন উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান শামীমা আক্তার শিফা, মির্জাপুর থানার পরিদর্শক (তদন্ত) মো. গিয়াস উদ্দিন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. খাইরুল ইসলাম প্রমুখ।
পরে এই কর্মসূচীর আওতায় ১২৮ জন তালিকাভুক্ত ভিক্ষুকের মধ্যে প্রথম দফায় ৬০ জনের মাঝে ছাগল বিতরণ করা হয় বলে উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. খাইরুল ইসলাম জানিয়েছেন।