টাঙ্গাইলের-৭ মির্জাপুর আসন থেকে নির্বাচিত এমপি খান আহমেদ শুভ মির্জাপুরকে মাদকমুক্ত করতে জিরো টলারেন্স ঘোষণা করেছেন। বুধবার এমপি হিসেবে শপথ নেয়ার পর বৃহস্পতিবার তাঁর ফেসবুক পেইজ থেকে এই ঘোষণা দেন এমপি শুভ।
ঘোষণায় তিনি উল্লেখ করেন ‘দল বুঝিনা আত্মীয় স্বজন বুঝিনা মাদকের সাথে জড়িত থাকলে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে ওসিকে নির্দেশ প্রদান করা হয়েছে’। এমপি’র ফেসবুকে এই ঘোষণা আসার পর অনেকেই সাধুবাদ জানিয়েছেন।
ওষুধ ব্যবসায়ী পাকুল্যা গ্রামের বাসিন্দা তপন শেঠ বলেন, মাদক সমাজকে উল্টা-পাল্টা করে ফেলছে। মাদকসেবীদের কারণে সমাজে নানা ধরণের অপরাধ বৃদ্ধি পাচ্ছে। এমপি’র মাদকের বিষয়ে এই ঘোষণা বাস্তবায়িত হলে নতুন প্রজন্ম আলোর পথ পাবে বলে তিনি জানান।
মির্জাপুর থানার ওসি মো. রেজাউল করিম বলেন, মাদকের বিষয়ে এমপি’র ষোষণার সাথে আমি একমত। মাদক নির্মূলে কাউকে ছাড় দেয়া হবেনা বলে তিনি উল্লেখ করেন।