টাঙ্গাইলের মির্জাপুরে শহীদ ভবানী প্রসাদ সাহা সরকারি কলেজে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান হয়েছে।
সোমবার দিনব্যাপি করেজ চত্বরে এই অনুষ্ঠান হয়েছে।
এতে প্রধান অতিথি ছিলেন স্থানীয সঙসদ সদস্য খান আহমেদ শুভ । অনুষ্ঠানটি উদ্বোধন করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মীর এনায়েত হোসেন মন্টু।
ক্রীড়া ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান উপলক্ষে কলেজ মাঠে এক আলোচনা হয়। কলেজর ভারপ্রাপ্ত অধ্যক্ষ তাহমিনা জাহানের সভাপতিত্বে সভায় বক্তৃতা করেন খান আহমেদ শুভ এমপি, উপজেলা পরিষদের চেয়ারম্যান মীর এনায়েত হোসেন মন্টু, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. হাফিজুর রহমান, ক্রীড়া কউপ কমিটির আহবায়ক মো. জাহাঙ্গীর আলম প্রমুখ।