টাঙ্গাইলের মির্জাপুরের গোড়াই ইউনিয়ন যুবলীগ নেতা মীর রাহিব ও সেচ্ছাসেবকলীগ নেতা মীর হাসিব রেজা (নাইস) এর ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ হয়েছে।
বুধবার বিকেলে উপজেলার গোড়াই শিল্পাঞ্চলের হাটুভাঙা রোড এলাকা থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়ে সোহাগপাড়া বাজার প্রদক্ষিন শেষে পূনরায় হাটুভাঙা রোডে গিয়ে উড়াল সেতুর নীচে প্রতিবাদ সমাবেশ করে। গোড়াই ইউনিয়ন আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ ও ছাত্রলীগের উদ্যোগে এই বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ হয়েছে।
গোড়াই ইউনিয়ন আওয়ামী লীগের (পূর্ব) সভাপতি আশরাফ খানের সভাপতি প্রতিবাদ সমাবেশে অনুষ্ঠিত হয়। এতে বক্তৃতা করেন উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি স্থানীয় সংসদ সদস্য খান আহমেদ শুভর একান্ত সহকারী মীর আসিফ অনিক, গোড়াই ইউনিয়ন আওয়ামী লীগের (পূর্ব) সাবেক সভাপতি শওকত হোসেন ফালু, আওয়ামী লীগ নেতা শওকত হোসেন, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহবায়ক শিশির আহমেদ বিপ্লব, সজিব হোসেন উপজেলা ছাত্রলীগের আহবায়ক সেতাব মাহমুদ প্রমুখ।
উল্লেখ্য গত ৮ জুলাই রোববার টাঙ্গাইল জেলা অটো টেম্পু, অটোরিকশা, সিএনজি শ্রমিক ইউনিয়ন গোড়াই হাটুভাঙ্গা শাখার আধিপত্যকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। এতে উভয় পক্ষের অন্তত ১০ জন আহত হয়। দুই পক্ষের বিরোধ থামাতে গিয়ে হামলার শিকার হন স্থানীয় সংসদ সদস্য খান আহমেদ শুভর একান্ত সহকারী মীর আসিফ অনিকের বড় ভাই মীর রাহিব। পরে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।