টাঙ্গাইলের মির্জাপুর প্রেসক্লাবের সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেছেন টাঙ্গাইল-৭ মির্জাপুর আসনের স্বতন্ত্র সংসদ সদস্য প্রার্থী মহেড়া পেপার মিলস্ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ইঞ্জিনিয়ার মোশারফ হোসেন।
মঙ্গলবার সন্ধায় প্রেসক্লাব মিলনায়তনে সভাপতি শামসুল ইসলাম সহিদের সভাপতিত্বে এই সভা হয়। এ সময় মির্জাপুর পৌরসভার ৯ নম্বর ওয়ার্ড কাউন্সিলর আনোয়ার হোসেন, সমাজ সেবক মো. শাজাহান মিয়া, যুবলীগ নেতা রনি সিকদার, ব্যবসায়ী আসলাম হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।
মতবিনিময় সভায় ইঞ্জিনিয়ার মোশারফ হোসেন বলেন, তাঁর বড় ভাই মহেড়া পেপার মিলস্ লিমিটেডের চেয়ারম্যান মো. তাহেরুল ইসলাম জেলা পরিষদের নির্বাচিত সদস্য। তিনি ও তাঁর পরিবার সব সময় জনগণের পাশে থেকে সাধ্যমতো সাহায্য সহযোগিতা করে থাকেন। জণনগণের দাবির প্রেক্ষিতে আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে তিনি স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন। এজন্য তিনি সাংবাদিক, প্রশাসনসহ সকল শ্রেণি পেশার মানুষের দোয়া ও সমর্থন কামনা করেন।