টাঙ্গাইলের মির্জাপুর থানা পুলিশ প্রায় তিন বছর ধরে পলাতক থাকা রুবেল সিকদার (৩৫) নামে ১০ মামলায় ওয়ারেন্টভুক্ত আসামিকে গ্রেপ্তার করেছে। এর মধ্যে ৮টি মামলায় সে সাজাপ্রাপ্ত হয়েছে।
মঙ্গলবার গভীর রাতে ব্রাহ্মণবাড়িয়া জেলার আশুগঞ্জ থানা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয় বলে জানা গেছে। রুবেল সিকদার মির্জাপুর পৌর এলাকার পোষ্টকামুরী গ্রামের লতীফ সিকদারের ছেলে।
বুধবার বেলা দেড়টার দিকে মির্জাপুর থানায় এক প্রেস ব্রিফিং করে এই তথ্য জানিয়েছেন অফিসার ইনচার্জ শেখ আবু সালেহ মাসুদ করিম।
প্রেস ব্রিফিংয়ে জানানো হয়,রুবেল সিকদার চেক জালিয়াতির ১০টি মামলায় আসামি হয়ে গত প্রায় তিন বছর ধরে পলাতক ছিল। এরই মধ্যে ১০টি মামলায় তার বিরুদ্ধে ওয়ারেন্ট হয় এবং ৮টি মামলার বিচারে সে আদালত কর্তৃক সাড়ে পাঁচ বছর (৬৬ মাস) সাজাপ্রাপ্ত হয়।
মঙ্গলবার রাতে তথ্য প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে তার অবস্থান সম্পর্কে মির্জাপুর থানা পুলিশ নিশ্চিত হন। পরে মির্জাপুর থানার পরিদর্শক (তদন্ত) গিয়াস উদ্দিনের নেতৃত্বে পুলিশ ব্রাহ্মণবাড়িয়ার জেলার আশুগঞ্জ থানা এলাকা থেকে ওই থানা পুলিশের সহায়তায় প্রতারক রুবেল সিকদারকে রাতেই গ্রেপ্তার করে।
বুধবার দুপুরের পর গ্রেপ্তারকৃত রুবেল সিকদারকে আদালতের মাধ্যমে টাঙ্গাইল জেলহাজতে পাঠানো হয়েছে বলে ওসি শেখ আবু সালেহ মাসুদ করিম জানিয়েছেন।