টাঙ্গাইলের মির্জাপুরে বনের ভেতর অবৈধভাবে গড়ে উঠা ২৯ টি কয়লা তৈরীর চুল্লি গুড়িয়ে দিয়েছে ভ্রাম্যমান আদালত।
বৃহস্পতিবার উপজেলার আজগানা গ্রামের বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে চুল্লিগুলি গুড়িয়ে দেওয়া হয়।
জানা গেছে, উপজেলার আজগানা গ্রামের বিভিন্ন স্থানে কয়লা ব্যবসায়িরা বড় বড় চুল্লি তৈরী করে বনের কাঠ পুড়িয়ে দীর্ঘদিন যাবত কয়লা তৈরি করে আসছিলেন। খবর পেয়ে বৃহস্পতিবার মির্জাপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সুচি রানী সাহার নেতৃত্বে ভ্রাম্যমান আদালত অভিযান পরিচালনা করে ২৯ টি চুল্লি গুড়িয়ে দেয়। তবে ভ্রাম্যমান আদালতের উপস্থিতি টের পেয়ে অবৈধ কয়লা ব্যবসায়িরা আগেই গা ঢাকা দেন বলে উপজেলা ভূমি অফিসের নাজির মাজহারুল ইসলাম খান জানিয়েছেন।
ভ্রাম্যমান আদালতের বিচারক মির্জাপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সুচি রানী সাহা। বলেন, জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।