টাঙ্গাইলের মির্জাপুরে সদ্য প্রতিষ্ঠিত উপজেলা প্রশাসন স্কুল এ্যান্ড কলেজের প্রথম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। শনিবার মির্জাপুর শহীদ ভবানী প্রসাদ সাহা সরকারি কলেজ মাঠে এই অনুষ্ঠান হয়েছে।
সকালে প্রতিযোগিতার উদ্বোধন করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মীর এনায়েত হোসেন মন্টু।সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. হাফিজুর রহমান।
ক্রীড়া প্রতিযোগিতায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন শহীদ ভবানী প্রসাদ সাহা সরকারি কলেজের ভারপ্রপপ্ত অধ্যক্ষ তাহমিনা জাহান, সহকারী কমিশনার (ভ‚মি) ও উপজেলা প্রশাসন স্কুল এ্যান্ড কলেজের অধ্যক্ষ আমিনুল ইসলাম বুলবুল, মির্জাপুর থানার অফিসার ইনচার্জ শেখ আবু সালেহ মাসুদ করিম, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শামীমা আক্তার শিফা ও আজহারুল ইসলাম, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা জুলফিকার হায়দার প্রমুখ।
ক্রীড়া প্রতিযোগিতায় ১৮ টি ইভেন্টে প্রায় ৮০ জন প্রতিযোগি অংশগ্রহন করে বলে প্রতিযোগিতা পরিচালনাকারী শহীদ ভবানী প্রসাদ সাহা সরকারি কলেজের ক্রীড়া শিক্ষক সাইফুল ইসলাম জানিয়েছেন।