আগামী পৌরসভা নির্বাচনে শীর্ষ নেতাদের পছন্দের এক মেয়র প্রার্থীকে দলীয় মনোনয়ন পাইয়ে দিতে পৌর আওয়ামী লীগের কমিটিতে কারসাজি করা হয়েছে। মির্জাপুর উপজেলা আওয়ামী লীগ একই তারিখে পৌর আওযামী লীগের দুই কমিটির অনুমোদন দিয়ে এই কারসাজি করেছেন বলে জানা গেছে। এ নিয়ে স্থানীয় আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। তৃতীয় ধাপে ৩০ জানুয়ারি মির্জাপুর পৌরসভার নির্বাচন অনুষ্ঠিত হবে।
জানা গেছে, গত ২০১১ সালে মির্জাপুর পৌর আওয়ামী লীগের সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনে ফরহাদ উদ্দিন আছুকে সভাপতি ও মো. আলম মিয়াকে সাধারণ সম্পাদক করে পৌর আওয়ামী লীগের কমিটি ঘোষণা করা হয়।
পরবর্তীতে সভাপতি সম্পাদক পূর্ণাঙ্গ কমিটি গঠন করে ২০১২ সালের ১১ ডিসেম্বর উপজেলা আওয়ামী লীগের অনুমোদন নেন। ওই কমিটিতে মহিলা বিষয়ক সম্পাদিকা হিসেবে সাবেক পৌর কাউন্সিলর মমতাজ বেগমের নাম রাখা হয়।
আগামী পৌরসভা নির্বাচনে মেয়র পদে ৬ জন প্রার্থী আওয়ামী লীগের মনোনয়ন চান। উপজেলা আওয়ামী লীগ মনোনয়ন প্রত্যাশীদের নামের তালিকা কেন্দ্রে পাঠানোর আগ মুহুর্তে মমতাজ বেগমের স্থলে এমপি একাব্বর হোসেনের চাচাতো ভাই প্রয়াত মেয়র সুমনের স্ত্রী সালমা আক্তার শিমুলের নাম অন্তর্ভুক্ত করে এবং একই তারিখে অনুমোদন দেখানো হয়।
এছাড়া ওই কমিটিতে থাকা মো. মীর্জা গোলাম দস্তগীর সহ আরও কয়েকজন সদস্যের নামও বাদ দেয়া হয়েছে।
এ নিয়ে স্থানীয় আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে।
মির্জাপুর পৌরসভায় মেয়র পদে সালমা আক্তার শিমুল ছাড়াও উপজেলা ও পৌর আওয়ামী লীগের সদস্য মির্জাপুর সদর ইউনিয়নের দুইবারের সাবেক চেয়ারম্যান মুক্তিযোদ্ধা শহীদুর রহমান শহিদ, উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি সাবেক মেয়র অ্যাডভোকেট মোশারফ হোসেন মনি, পৌর আওয়ামী লীগের সভাপতি ফরহাদ উদ্দিন আছু, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আবুল হোসেন ও উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মাজহারুল ইসলাম শিপলু আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী।
নাম প্রকাশ্যে অনিচ্ছুক আওয়ামী লীগের স্থানীয় কয়েকজন নেতা জানান, মির্জাপুর আওয়ামী লীগে পরিবারতন্ত্র রাজনীতি শুরু হয়েছে। জনপ্রিয়তা থাকার পরও বিভিন্ন নির্বাচনে দলীয় মনোনয়ন ও আওয়ামী লীগ এবং সহযোগী সংগঠনের পদ পদবি পাওয়া থেকে বঞ্চিত হচ্ছে।
এ অবস্থার কারণে তৃনমুলে দলের ভাবমুর্তি ক্ষুন্ন হচ্ছে। বর্তমান মেয়র সালমা আক্তার শিমুল এমপি একাব্বর হোসেনের চাচাতো ভাই প্রয়াত মেয়র সাহাদত হোসেন সুমনের স্ত্রী। তাকে দলীয় মনোনয়ন পাইয়ে দিতে পৌর কমিটিতে এই কারসাজির আশ্রয় নেয়া হয়েছে বলে তারা জানান।
উপজেলা মহিলা আওয়ামী লীগের সভানেত্রী রওশন আরা বেগম জানান, পৌর আওয়ামী লীগের মহিলা বিষয়ক সম্পাদিকা মমতাজ বেগম বলে তিনি জানেন।
সাবেক ওয়ার্ড কাউন্সিলর মমতাজ বেগমের সঙ্গে কথা হলে পৌর আওয়ামী লীগের কমিটির পদ থেকে তাকে বাদ দেয়া হয়েছে এ বিষয়টি তিনি জানেন না। তিনি আক্ষেপ করে বলেন, এক সময় আন্দোলন সংগ্রামে অংশ নিয়েছি। এখন নিজের অজান্তেই পদ চলে যাই বিষয়টি খুব কষ্টের।
পৌর মেয়র সালমা আক্তার শিমুলকে মুঠোফোনে তিনি আওয়ামী লীগের কোন পদে আছেন জানতে চাইলে একটু সময় নিয়ে মির্জাপুর পৌর আওয়ামী লীগের মহিলা বিষয়ক সম্পাদিকা বলে জানান।
পৌর আওয়ামী লীগের সভাপতি ফরহাদ উদ্দিন আছুর সঙ্গে কথা হলে তিনি জানান, পৌর কমিটির মহিলা বিষয়ক সম্পাদিকা মমতাজ বেগম। মমতাজকে বাদ দিয়ে একই তারিখে দুই কমিটি অনুমোদনের বিষয়টি আমার জানা নেই।
মির্জাপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মীর শরীফ মাহমুদের সঙ্গে কথা হলে তিনি জানান, একই তারিখে পৌর আওয়ামী লীগের দুই কমিটি অনুমোদন দেয়া হয়েছে কিনা তার মনে পড়ছে না। তবে উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদকের সঙ্গে কথা বলার পরামর্শ দেন।
উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক মো. জহিরুল হকের সঙ্গে মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করেও সম্ভব হয়নি।