টাঙ্গাইলের মির্জাপুর প্রেসক্লাবের নবগঠিত কার্যনির্বাহী কমিটির শপথ গ্রহন ও অভিষেক অনুষ্ঠান হয়েছে।
শনিবার রাতে প্রেসক্লাব মিলনায়তনে এই অনুষ্ঠান হয়েছে।
স্থানীয় সংসদ সদস্য খান আহমেদ শুভ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে নবগঠিত কার্যনির্বাহী কমিটির সদস্যদের শপথ বাক্য পাঠ করান।
এরপর নবগঠিত কমিটির সভাপতি শামসুল ইসলাম সহিদের সভাপতিত্বে বক্তৃতা করেন খান আহমেদ শুভ এমপি, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. হাফিজুর রহমান, শহীদ ভবানী প্রসাদ সাহা সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ তাহমিনা জাহান, মির্জাপুর থানার অফিসার ইনচার্জ শেখ আবু সালেহ মাসুদ করিম, উপজেলা জাতীয় পার্টির সভাপতি আবু আহমেদ, প্রেসক্লাবের সাবেক সভাপতি কিসমত খোন্দকার, সাবেক সাধারণ সম্পাদক সালাহ উদ্দিন আহমেদ বাবর, উপজেলা আ.লীগের সহসভাপতি মোহাম্মদ আলী ও মোজাহিদুল ইসলাম মনির, শিক্ষক নেতা সহিনুর রহমান ও সুলতান উদ্দিন, উপজেলা কৃষক শ্রমিক জনতা লীগের সাধারণ সম্পাদক আরমান হোসেন তালুকদার তাপস প্রমুখ।
নবগঠিত কার্যনির্বাহী কমিটির সদস্যরা হলেন সভাপতি শামসুল ইসলাম সহিদ, সহ-সভাপতি জহিরুল ইসলাম শেলী, সাধারণ সম্পাদক এস এম শিপন, যুগ্ম সম্পাদক আশরাফ আহমেদ, কোষাধ্যক্ষ ও দপ্তর সম্পাদক হারুন অর রশিদ, কার্যনির্বাহী সদস্য অধ্যাপক দুর্লভ বিশ্বাস, কিসমত খোন্দকার, সালাহ উদ্দিন আহমেদ বাবর ও নিরঞ্জন পাল।