এসো সবুজে সবুজে পৃথিবী গড়ি, প্রাকৃতিক ভারসাম্য রক্ষা করি – স্লোগান নিয়ে টাঙ্গাইলে এক লাখ বৃক্ষরোপনের কর্মসুচি হাতে নিয়েছেন এক প্রবাসী। গোলাম সরোয়ার নামে জার্মান এই প্রবাসী মুজিববর্ষ উপলক্ষে বৃক্ষরোপন এ কর্মসুচি হাতে নিয়েছেন।
মঙ্গলবার(১৩ অক্টোবর) সকালে বঙ্গের আলীগড় খ্যাত টাঙ্গাইলের সরকারী সাদ’ত কলেজ ক্যাম্পাসে ফলজ বৃক্ষ রোপনের মধ্যদিয়ে বৃক্ষরোপন কর্মসুচি শুরু করেন।
এ সময় কলেজের শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী ও স্থানীয় গন্যমান্য ব্যাক্তিরা উপস্থিত ছিলেন।
মওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসসহ টাঙ্গাইলের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, মাদ্রাসা এবং বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানে এ সব বৃক্ষরোপন করা হবে।
সম্পুর্ণ ব্যাক্তিগত খরচে ফলজ ও বনজ একলাখ বৃক্ষরোপন কর্মসুচির বিষয়ে জার্মান প্রবাসী গোলাম সরোয়ার বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে দেশের পরিবেশের ভারমাস্য রক্ষায় সারাদেশে যেভাবে বৃক্ষরোপন করা হচ্ছে সেটা থেকেই তিনি অনুপ্রানিত হয়েছেন। তার এই উদ্যোগ আগামীতেও চলমান থাকবে বলে জানান প্রবাসী গোলাম সরোয়ার।