টাঙ্গাইলে যমুনা ও ধলেশ্বরী নদীর পানি কমলেও ঝিনাই নদীর পানি বৃদ্ধি পেয়েছে। এতে করে জেলার পূর্বাঞ্চলের উপজেলায় নতুন নতুন এলাকা বন্যা কবলিত হচ্ছে।
বিশেষ করে বাসাইল উপজেলার ৬টি ইউনিয়ন ও একটি পৌরসভার ৬৫টি গ্রামের প্রায় ৬০ হাজার মানুষ নতুন করে পানি বন্দি হয়ে পড়েছে। উপজেলা সদরের সাথে সবগুলাে ইউনিয়নের সড়ক যােগাযােগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। গত কয়েকদিন ধরে টানা বৃষ্টির কারণে মির্জাপুর উপজেলার বিভিন্ন গ্রাম প্লাবিত হচ্ছে। বেশ কয়েকটি সড়ক ও সেতু ধসে যাওয়ায় এক অঞ্চল থেকে আরেক অঞ্চল যােগাযােগ বিচ্ছিন্ন হয়েছে। ভুঞাপুর, গােপালপুর, কালিহাতী, নাগরপুর ও সদর উপজেলার চরাঞ্চলের গ্রামগুলাে এখন বন্যা কবলিত। বন্যায় বাড়ি-ঘর ও আবাদী ফসল পানিতে তলিয়ে গেছে।