সিরাজগঞ্জের চৌহালী উপজেলার চালুহারা যমুনা নদীতে জেলেদের জালে আবারো বিলুপ্ত প্রজাতির ঘড়িয়াল ধরা পড়েছে। বৃহস্পতিবার রাতে প্রাণীটিকে আটক করা হলেও এলাকাটি দুর্গমচর হওয়ায় শুক্রবার সকালে জানাজানি হয়। পরে উৎসুক জনতা প্রাণীটিকে দেখতে ভীড় জমায়।
এলাকাবাসী ও বনবিভাগ সুত্র জানায়, স্থল ইউনিয়নের চালুহারা গ্রামের ফজল শেখের ছেলে মৎস্যজীবী আকবার আলীর (৪৯) জালে বহস্পতিবার রাতে ঘড়িয়ালটি ধরা পড়ে। রাতেই বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে চৌহালীর ইউএনও আফসানা ইয়াসমিনের দৃষ্টিগোচর হয়। পরে প্রাণীটি উদ্ধারে সংশ্লিষ্টদের নির্দেশনা দেন তিনি। স্থানীয় বনবিভাগের কর্মকর্তারা শুক্রবার দুপুরের দিকে প্রাণিটিকে নিজেদের হেফাজতে নেয়। এ রিপোর্ট লেখা পর্যন্ত (শুক্রবার বিকাল ৪ টা) ঘড়িয়ালটিকে রাজশাহী বিভাগীয় বন্যপ্রাণী ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের তত্বাবধানে স্থানীয় খালের পানিতে বেঁধে রাখা হয়েছে।
এ বিষয়ে চৌহালী উপজেলা বনকর্মকর্তা শহিদুল ইসলাম জানান, ঘড়িয়ালটিকে জেলেদের নিকট থেকে উদ্ধার করা হয়েছে। সাড়ে ৩ ফিট লম্বা এই ঘড়িয়ালের বয়স আনুমানিক আড়াই বছর। গতবছরও যমুনা নদীর নওহাটার পশ্চিম এলাকা থেকে আরেকটি ঘড়িয়াল আটক করা হয়েছিল।
এদিকে একটি সূত্র জানিয়েছেন, ঘড়িয়ালটিকে বঙ্গবন্ধু সাফারি পার্কে নিয়ে যাওয়া হবে নাকি যমুনা নদীতে অবমুক্ত করা হবে সে বিষয়ে এখনো সিদ্ধান্ত হয়নি। সিদ্ধান্ত হলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
এ বিষয়ে চৌহালী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আফসানা ইয়াসমিন জানান, বিলুপ্ত প্রজাতির এই ঘড়িয়ালের বংশ বিস্তার ও নিরপত্তা নিশ্চিতে সংশ্লিষ্টদের নির্দেশনা দেওয়া হয়েছে।
সূত্রঃ কালের কষ্ঠ