প্রতিদিনই বেনস্ট্রোকে অনেক মানুষ মারা যাচ্ছেন। বিভিন্ন কারণে স্ট্রোক হতে পারে। বয়স ৪০-এর বেশি ও ডায়াবেটিস, উচ্চরক্তচাপ, হার্ট সমস্যা, কিডনি রোগসহ যদি কোনো জটিল রোগ দীর্ঘদিন ভুগে থাকেন, তাদের স্ট্রোক হতে পারে।
তবে স্ট্রোক হলে যে সমস্যাটি হয়, তা হলো– এই রোগ সম্পর্কে না জানার কারণে দেরিতে রোগীকে হাসপাতালে নিয়ে যাওয়া। এ ছাড়া বুঝতে পারি না যে তাৎক্ষণিক আসলে কী করা প্রয়োজন। এ ক্ষেত্রে অবশ্যই বিষয়গুলো জানা প্রয়োজন। এ ছাড়া আমাদের সচেতনও থাকা প্রয়োজন।
স্ট্রোক কি?
মস্তিষ্কের অভ্যন্তরে রক্ত সরবরাহে ব্যাঘাত ঘটার ফলে যে দ্রুত জটিলতার দেখা দেয় তাকে বলা হয় স্ট্রোক। স্ট্রোকে আক্রান্ত হওয়া মানেই জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে চলে যাওয়া। ফলে বেঁচে যাওয়া রোগী পঙ্গুও হয়ে যেতে পারে। তবে নিয়ন্ত্রিত জীবনযাপন আপনাকে স্ট্রোকের ঝুঁকিমুক্ত রাখতে পারে।
যেসব লক্ষণে বুঝবেন স্ট্রোক
১. হাত-পা ও মুখের অসাড় অবস্থা বা জড়তা। শরীরের একটি অংশ অবশ হয়ে যাওয়া।
২. হাঁটতে-চলতে অসুবিধা, কথা বলতে সমস্যা ও অন্যের কথা বুঝতে অসুবিধা।
৩. হাসতে মুখের এক পাশ বেঁকে যাওয়া ও উভয় হাত ওপরে তুলতে বললে এক হাত পড়ে যাওয়া।
৪. দুই চোখে দেখতে অসুবিধা হওয়া ও কোনো কারণ ছাড়াই হঠাৎ বেশ মাথাব্যথা।
৫. ঝিমুনিভাব ও প্যারালাইসিস হওয়া।
৬. মুখের এক পাশ বেঁকে যাওয়া ও অজ্ঞান হয়ে যাওয়া।
৭. হঠাৎ করে মাথা ঘোরানো ও বমি হওয়া, অনেক ক্ষেত্রে বমি নাও হতে পারে।
৮. প্রচণ্ড মাথাব্যথা ও শরীরের এক পাশ ঝিম ঝিম করা।
কী করবেন
এসব লক্ষণ দেখা দিলে দ্রুত রোগীকে হাসপাতালে নিয়ে যেতে হবে।
লেখক:
ডা. রাজেশ সাহা
সহকারী অধ্যাপক
নিউরো মেডিসিন বিভাগ
শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ ও হাসপাতাল
সূত্রঃ দৈনিক যুগান্তর