রাজধানী ঢাকার ডেমরায় একটি লাইটের গোডাউনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
বৃহস্পতিবার (৫ নভেম্বর) সন্ধ্যায় ডেমরার মাতুয়াইল লাইট হাউসে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
আগুন নেভাতে ফায়ার সার্ভিসের ১৩টি ইউনিট কাজ করছে বলে জানা গেছে। আগুনের সূত্রাপাত সম্পর্কে এখনও জানা যায়নি।
সময় নিউজকে এ বিষয়টি নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিস অ্যান্ড ডিফেন্সের মিডিয়া সেলের কর্মকর্তা মো. রায়হান।
তিনি বলেন, রাজধানীর ডেমরা কোনাপাড়ার ১০ তলার পাশা টাওয়ারের ৫-৬-৭ তলায় আগুন ছড়িয়ে পড়েছে। সেখানে ১৩টি ইউনিট কাজ করছে। ওই লাইট কারখানায় ছয় তলায় আগুনের সূত্রপাত হয়। সংবাদ পাওয়া মাত্র পর্যায়ক্রমে ফায়ার সার্ভিসের ১৩টি ইউনিট সেখানে গিয়েছে।