রাজধানীর বনশ্রীতে রাতে আগুন লেগে একটি ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে। শনিবার (২৭ জুন) রাত আনুমানিক ১০ টার দিকে বনশ্রীর এ ব্লকের ওই ভবনে আগুন লাগে।
ভবনটিতে থাকা বাটার শোরুম থেকে আগুনের সূত্রপাত। ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট প্রায় তিন ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
এতে কেউ হতাহত হয়নি। তবে প্রচন্ড ধোঁয়ার কারনে ফায়ার সার্ভিসের কয়েকজন কর্মী অসুস্থ হয়ে পড়েন। পরে তাদের হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
বাটার শোরুম ছাড়াও ভবণটিতে রয়েছে একটি শিক্ষাপ্রতিষ্ঠান। রাবার, প্লাস্টিক আর চামড়ায় আগুন লাগার কারণ প্রচুর ধোঁয়া হয়ে আশপাশের এলাকা ধোঁয়াচ্ছন্ন হয়ে যায়। এ ছাড়াও শিক্ষা প্রতিষ্ঠানটির এসি ও কম্পিউটার লাগা আগুন অনেকক্ষণ ধরে জ্বলতে থাকে।
তথ্যসূত্রঃ: চ্যানেল টোয়েন্টিফোর