এক ম্যাচ হাতে রেখেই লা লিগা শিরোপা জিতে নিয়েছে রিয়াল মাদ্রিদ। জিনেদিন জিদানের দলের হাত ধরে দুই বছর পর লিগ ট্রফি ফিরল মাদ্রিদ রাজাদের শোকেসে।
বৃহস্পতিবার রাতে ভিয়ারিয়ালকে ২–১ গোলে হারিয়ে লা লিগা টাইটেল নিশ্চিত করেছে রিয়াল। জোড়া গোল করেছেন মৌসুমজুড়েই দুর্দান্ত ফর্মে থাকা করিম বেনজেমা।
নিজেদের ৩৪তম লা লিগা শিরোপা জয়। অপেক্ষার মঞ্চ কয়েক সপ্তাহ ধরেই প্রস্তুত ছিল। জয়ের ক্যানভাসে তুলির শেষ আঁচড় দেয়ার প্রতিপক্ষ হল ভিয়ারিয়াল। ২০১৬-১৭ মৌসুমে শেষবার লিগ টাইটেল ছুঁয়েছিল রিয়াল।
জিদানের দুই মেয়াদের রিয়াল-কোচিংয়ে ১১তম শিরোপা। প্রথম মেয়াদে ছিল ৯টি, দ্বিতীয় মেয়াদে এলো দুটি। জানুয়ারিতে উয়েফা সুপার কাপ জিতে রিয়ালে শিরোপা আনার অভ্যাস জারি রাখেন জিজু।
এক ম্যাচ হাতে রেখে ৩৭ ম্যাচে ৮৬ পয়েন্ট হল চ্যাম্পিয়ন রিয়ালের। ওসাসুনার বিপক্ষে ২-১ গোলে একই রাতে হারা বার্সেলোনার পয়েন্ট ৭৯, টেবিলের দুইয়ে তারা।
আলফ্রেডো ডি স্টেফানো স্টেডিয়ামে বেনজেমা ম্যাচের ২৯ মিনিটে লিড এনে দেন। কাসেমিরোর বাড়ানো বলে জাল খুঁজে নেন ফরাসি তারকা।
দ্বিতীয়ার্ধে ম্যাচের ৭৭ মিনিটে পেনাল্টিতে ব্যবধান দ্বিগুণ করেন বেনজেমাই। রামোসকে ফাউল করে রিয়ালকে স্পটকিকের সুযোগ দেয় অতিথিরা। পেনাল্টি নেন রামোস, বলে কেবল আলতো টোকা দেন, বেনজেমা বল জালে ঠেলে গোলে রূপান্তর করেন। কিন্তু রামোস কিক নেয়ার আগেই বেনজেমা বক্সে ঢুকে পড়ায় আবারও নিতে হয় পেনাল্টি, এবার সরাসরি কিক নেন বেনজেমা। মৌসুমে তার ২১তম লিগ গোল আসে।
ম্যাচের ৮৩ মিনিটে ইবোরা একটি গোল ফিরিয়ে দিলেও ভিয়ারিয়াল বড় কোনো সমস্যা তৈরি করতে পারেনি বাকি সময়ে। উল্লাসে মাঠ ছাড়ে রিয়াল।
সূত্রঃ চ্যানেল আই অনলাইন