পাবলিক বিশ্ববিদ্যালয়ের অসচ্ছ্বল শিক্ষার্থীদের স্মার্ট ফোন কেনার টাকা দিচ্ছে সরকার।
৮ হাজার টাকা করে সাড়ে ৪১ হাজার শিক্ষার্থী পাচ্ছে সুদবিহীন ঋণ। এই টাকায় মানসম্মত স্মার্টফোন মিলবে কিনা তা নিয়ে প্রশ্ন উঠেছে। আর এমন ফোন দিয়ে শিক্ষার্থীরা ঠিকমতো ক্লাসে অংশ নিতে পারবে কিনা তা নিয়েও দেখা দিয়েছে শঙ্কা। বিভিন্ন ব্যবসায়ীরা বলছে এত কম টাকায় মানসম্মত স্মার্টফোন পাওয়া যাবে না। আবার অন্যদিকে আছে সহজলভ্য ইন্টারনেট প্রাপ্তির সংকট।
তবে ইউজিসি বলছে কমদামে ইন্টারনেট দেয়ার ব্যবস্থাও হচ্ছে। এই সিদ্ধান্তকে স্বাগত জানাচ্ছেন শিক্ষার্থী ও শিক্ষকরা।