১ সেপ্টেম্বর (শুক্রবার) সখিপুর উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে ৪৫তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। প্রতিষ্ঠা বার্ষিকীর কর্মসূচীতে আজ সকাল ৭.০১ টায় জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে অনুষ্ঠানের শুরু হয় । এর পর শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীরউত্তম এর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করা হয় ৭.৩১টায়।
বিকেল ৪টায় বর্নাঢ্য র্যালী দলীয় কার্যালয় হতে সখিপুর মুক্তার ফোয়ারা চত্তর ঘুরে বিশাল র্যালী এবং র্যালী শেষে রুপা মার্কেট এর সামনে বিক্ষোভ মিছিল ও সংক্ষিপ্ত আলোচনা অনুষ্ঠিত হয়। এ অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে সখিপুর উপজেলা বিএনপির সভাপতি সাবেক ইউপি চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা মোঃ শাহজাহান সাজু বলেন, আমাদের শান্তিপূর্ণ র্যালীতে সখিপুর থানা পুলিশ বাঁধা দিয়েছে। আমরা তাদের হুশিয়ার করে দিয়ে বলতে চাই, আমাদের দল শান্তি প্রিয় আন্দোলনে বিশ^াসী। সামনে কোন বাঁধাই আমরা মানবনা। আমাদের দাবী এ সরকারের পদত্যাগ ও নিরপেক্ষ তত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন।
এ সময় আরো বক্তব্য রাখেন-পৌর বিএনপির সাধারণ সম্পাদক মীর আবুল হাশেম আজাদ। এসময় উপস্থিত ছিলেন,উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক বীরমুক্তিযোদ্ধা আঃ বাছেদ মাস্টার, পৌর বিএনপির সভাপতি মোঃ নাসির উদ্দিন, সকল ইউনিয়ন বিএনপির সভাপতি, সম্পাদক, যুবদল, ছাত্রদল এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।