টাঙ্গাইলের সখিপুর উপজেলার কালিয়া গ্রামের বাদল( ২৮)মিয়া নামের এক সাজাপ্রাপ্ত আসামি ফকির ছদ্মবেশে গ্রেফতার করা হয়েছে।
রোববার (৩০জুলাই) বিকেলে সখিপুর থানার সহকারী উপপরিদর্শক আ.ছালাম জানান সখিপুর পৌরসভার কচুয়া রোডে গোপন সূত্রে খবর পেয়ে ফকির ছদ্মবেশ ধারণ করে ৫ লক্ষ টাকা অর্থদন্ড ও ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড
প্রাপ্ত আসামি কালিয়া বটতলা এলাকার মো.আব্দুল করিম মিয়ার ছেলে বাদলকে গ্রেফতার করতে সক্ষম হই।তিনি আরও জানান, কর্মক্ষেত্রে কিছু সফলতা ভবিষ্যৎ অনুপ্রেরণা যোগায়।
এবিষয়ে সখিপুর অফিসার ইনচার্জ রেজাউল করিম বলেন, থানায় কর্মরত সহকারী উপপরিদর্শক ছালামের ছদ্মবেশে আসামি গ্রেফতার বিষয়টি সত্যি প্রশংসার দাবি রাখে। তিনি আরও জানান, সখিপুরে থানায় আগত মানুষকে নির্বিঘ্নে সেবা দিতে কর্মরত সকলেই সচেষ্ট।