টাঙ্গাইলের সখিপুরে বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৪ তম জন্মবার্ষিকী ও জাতিয় শিশু দিবস পালিত হয়েছে।
সকাল ৯টায় উপজেলার মুক্তার ফোয়ারা চত্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে উপজেলা প্রশাসনসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের পক্ষ থেকে পুস্পস্তবক অর্পণ করা হয়। সকাল সাড়ে ১১টায় উপজেলা পরিষদ মিলনায়তনে দিবসটি উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এসময় উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ হোসেন পাটোয়ারী বক্তব্য প্রদান করেন। এ সময় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার ভূমি মনজুরুল মোর্শেদ, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোঃ রুহুল আমিন মুকুল, সখিপুর পিএম পাইলট মডেল স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ কেবিএম খলিলুর রহমান,উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ হারুন অর রশিদ, একাডেমিক সুপারভাইজার মোঃ আনোয়ার হোসেন এবং বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যানবৃন্দ। এদিকে সখিপুর উপজেলার কাকরাজান ইউনিয়নের মুক্তিযুদ্ধের স্মৃতি বিজড়িত প্রতিষ্ঠান মহানন্দপুর বিজয় স্মৃতি উচ্চ বিদ্যালয়ে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ, রচনা প্রতিযোগিতা,চিত্রাংকন, আলোচনা ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
এ সময় বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব শামসুল হক এর সভাপতিত্তে এবং সরকারী শিক্ষক আবুল কালাম আজাদের সঞ্চালনায় বক্তব্য রাখেন -ম্যানেজিং কমিটির সদস্য হায়দার আলী,সহকারী প্রধান শিক্ষক মোহাম্মদ আলী এবং প্রধান শিক্ষক মোহাম্মদ কামরুল হাসান প্রমূখ।
উপদেষ্টা সম্পাদকঃ ডা. মাহমুদুল হাসান, প্রধান সম্পাদকঃ মুসলিম উদ্দিন আহমেদ, সম্পাদকঃ হাবিবুল্লাহ শেফুল
Copyright © 2022 amadertangail24.com All rights reserved.