টাঙ্গাইলের সখিপুরে আলোচিত আরফান আলী (৫৫) হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন হয়েছে। সখিপুর থানা পুলিশ সুত্রে জানা যায়, একই উপজেলার চতলবাইদ করটিয়াপাড়া গ্রামের গৃহিণী নাছিমা বেগমের (৪০) সাথে আরফানের পরকীয়া প্রেমের সম্পর্ক ছিল।
পুলিশ সূত্রে ঘটনার বিবরণে জানা যায়, নাছিমা তক্তার চালা গ্রামের নছিম উদ্দিনের মেয়ে। সে বাবার বাড়িতে বেড়াতে এসে রাতে ফোন করে আরফানের সঙ্গে দেখা করতে চায়। আরফান রাত ১০ টার পর তার সঙ্গে দেখা করতে গেলে নাছিমার ভাই আলম তাদের দেখে ফেলে।
একপর্যায়ে নাছিমার ভাই আলম ও তার স্ত্রী ছালেহা এবং আমিনুর রহমান ওরফে স্বপন গলায় গামছা পেঁচিয়ে তাকে শ্বাসরোধ করে হত্যা করে। দীর্ঘদিন পর এই হত্যাকান্ডে জড়িত ব্যক্তিদের সখিপুর থানা পুলিশ কৌশলে তক্তার চালা নছিম উদ্দিনের মেয়ে নাছিমা(৪০),ছেলে আলম মিয়া(৪৫) এবং তার স্ত্রী ছালেহা আক্তার (৪২), হতেয়া মোহাম্মদ আলীর ছেলে আমিনুর রহমান (৩০) কে গ্রেপ্তার করেছে।
উল্লেখ্য, গতবছর ৩ সেপ্টেম্বর আরফান আলী বিকেলে বাড়ি থেকে বের হয়। রাত বেড়ে গেলেও সে আর বাড়ি ফিরে না। বিভিন্ন জায়গায় খোঁজ করার পর সোমবার দুপুরে উপজেলার হতেয়া উলিয়ারচালা গ্রাম (নিজ বাড়ির পেছন) থেকে তার লাশ উদ্ধার করা হয়। সে ওই এলাকার মৃত কুরবান আলীর ছেলে।
এবিষয়ে সখিপুর থানার অফিসার ইনচার্জ শেখ শাহিনুর রহমান বলেন,গ্রেপ্তারকৃত আসামিদের আইনি প্রক্রিয়া শেষে আদালতে পাঠানো হবে।