টাঙ্গাইলের সখিপুর উপজেলার কালিয়া ইউনিয়নের রামখাঁ পাড়া এলাকায় প্রবাসী নুরু মিয়ার বাড়িতে রাতে চুরির ঘটনা ঘটে। মঙ্গলবার (২২ আগষ্ট) দিবাগত রাতের কোন ভাগে প্রবাসী নুরু মিয়ার বাড়ি থেকে নগদ টাকা, গহনা ও দামী মালামালসহ গুরুত্বপূর্ণ জিনিসপত্র লচুরি করা হয়েছে।
ভোরে সরেজমিনে গিয়ে দেখা যায়, রাতে প্রবাসীর বাড়ির আধাঁ পাকা ভবনের জানালার গ্রিল কেটে ভিতরে প্রবেশ করে স্টিলের আলমারি তালা ভেঙ্গে মালামাল চুরি করে। প্রবাসী নুরু মিয়ার শশুর হাবিব মিয়া ও স্থানীয় সূত্রে জানা যায়, নুরু মিয়া দীর্ঘদিন যাবৎ সৌদি আরবে অবস্থান করছে।ঘটনার রাতে ঐ বাড়িতে কোন ছেলে মানুষ ছিল না।
হাবিব মিয়া আরও জানান, আমার বাড়ির পাশাপাশি হওয়ায় প্রায় সময়ই আমি রাতে মেয়ের বাড়িতে থাকি। ঘটনার বর্ননা দিতে গিয়ে কান্না জড়িত কন্ঠে হাবিব মিয়া বলেন,আমার মেয়ের জামাই অনেক কষ্টে জমানো জমি কেনার জন্য নগদ ১৩ লক্ষ টাকা ও আনুমানিক ২২ভরি স্বর্নালংকার চুরি হয়েছে। এসময় আমার ছোট ছোট নাতিরা ঘুমিয়ে ছিল। ফোনে কালিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জামাল হোসেন বলেন, আমি সকালেই ঘটনাস্থল পরিদর্শন করেছি। বিষয়টি অত্যন্ত দুঃখজনক। তিনি আরও জানান, ভুক্তভোগী পরিবারের সাথে কথা বলে আইনি পদক্ষেপ নেওয়া হবে।
এবিষয়ে সখিপুর থানার অফিসার ইনচার্জ রেজাউল করিম বলেন,দুর্ধর্ষ চুরির বিষয়টি জেনেছি এবং লিখিত অভিযোগ পেলে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।