টাঙ্গাইলের সখিপুরে ১৪৭টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকগন প্রধান শিক্ষকদের ৯ম গ্রেড,সহকারি শিক্ষকদের ১০ম গ্রেড বাস্তবায়নের দাবিত শুক্রবার(২০সেপ্টেম্বর) বেলা ১১টার সময় সখিপুর উপজেলা গেইটের সামনে মানববন্ধন করেছেন।
উক্ত মানববন্ধনে বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি সখিপুর উপজেলা শাখার সভাপতি প্রধান শিক্ষক খুরশিদ জাহানের সভাপতিত্বে বক্তব্য রাখেন,বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি সখিপুর উপজেলা শাখার সাধারন সম্পাদক আব্দুর রাজ্জাক টিটু,সিনিয়র যুগ্ম সম্পাদক নাজমুল তালুকদার,নির্বাহী সম্পাদক আনোয়ার কবির,কল্যান ট্রাস্টের সায়মন জাহিদ,প্রধান শিক্ষক আব্দুল লতিফ,মুক্তি,ইয়াসমিন আরা প্রমুখ।
বক্তারা অনতিবিলম্ভে প্রধান শিক্ষকদের ৯ম গ্রেড এবং সহকারি শিক্ষকদের ১০ম গ্রেড বাস্তবায়নের জন্য বর্তমান সরকারের প্রতি আহবান জানান।