টাঙ্গাইলের সখিপুর উপজেলার পৌর এলাকার মুজিব কলেজ মোড়ে ভাঙারি ব্যবসায়ীর ১০টি দোকান আগুনে পুড়ে ছাই ।
শুক্রবার (২ ফেব্রুয়ারি)আনুমানিক দুপুর ১২টার দিক সখিপুর-সাগরদিঘী রোডে সরকারি মুজিব মোড়ে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
ঘটনার বিবরণে জানা যায়,কাহারতা ২নং ওয়ার্ডের বাসিন্দা গফুর মিয়ার ছেলে আশরাফুল ইসলাম(২৮)স্থানীয় বাসিন্দা আ.খ.ম.খলিলুর রহমানের টিনের তৈরি মার্কেটের ১০টি রুমে ভাঙারি ব্যবসা করছিলেন।আশরাফুল দুপুরে জুমার নামাজের প্রস্তুতি নেওয়ার সময় লোকজনের মাধ্যমে খবর পেয়ে দৌড়ে এসে দেখতে পান তার দোকানের প্রায় সবকটি রুম দাউ দাউ জ্বলছে। তাৎক্ষণিক সখিপুর ফায়ার সার্ভিসে খবর দিলে, দ্রুত ফায়ার সার্ভিসের একটি টিম এসে আগুন নিয়ন্ত্রণে আনেন।
ব্যবসায়ী আশরাফুল জানান, আমি বিভিন্ন সংস্থা থেকে ৩লক্ষাধিক টাকা ঋণ নিয়ে ব্যবসা শুরু করেছি। আমার প্রায় ৪লক্ষ টাকার মালামাল পুড়ে গেছে। স্থানীয় কাউন্সিলর ফজলুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
এবিষয়ে সখিপুর ফায়ার সার্ভিস কর্মকর্তা বোরহান উদ্দিন জানান,খবর পেয়ে দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হই। প্রাথমিকভাবে ধারণা করা হয়, বিদুৎতের শর্টসার্কিট হতে আগুনের সূত্রপাত হতে পারে। তিনি আরও জানান, তদন্ত সাপেক্ষে বিস্তারিত জানা যাবে।