টাঙ্গাইলের সখিপুরে সুরীরচালা আব্দুল হামিদ চৌধুরী উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।
৪ এপ্রিল (বৃস্পতিবার) উপজেলার কাকড়াজান ইউনিয়নে সুরীরচালা আব্দুল হামিদ চৌধুরী উচ্চ বিদ্যালয়ে এ নির্বাচন অনুষ্ঠিত হয়।
উক্ত নির্বাচনে অভিভাবক সদস্য হিসেবে ৮১ ভোট পেয়ে প্রথম স্থান অধিকার করেন মোও: বিল্লাল হোসেন, ৭৮ ভোট পেয়ে দ্বিতীয় স্থান অধিকার করেন মোঃ মঞ্জুর মোর্শেদ, ৫৭ ভোট পেয়ে তৃতীয় স্থান অধিকার করেন ইন্দ্রমোহন বর্মন এবং ৪৯ ভোট পেয়ে ৪র্থ স্থান করেন মোঃ মাইনউদ্দিন এবং সংরক্ষিত মহিলা আসনে মোছাঃ রাহিমা বেগম ৭১ ভোট পেয়ে আগামী ২ বৎসরের জন্য নির্বাচিত হয়েছেন।
এ সময় অত্র প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক মোঃ কফিল উদ্দিন বিএসসি বলেন, নির্বাচন অত্যন্ত সুন্দর ও নিরপেক্ষ হয়েছে, এ নির্বাচনে প্রার্থী ছিল ৯ জন। মোট ভোটার ১৪০ জন । ৫নং ওয়ার্ড ইউপি সদস্য মোঃ রুহুল আমীন মেম্বার বলেন, যারা নির্বাচিত হয়েছেন পুরো প্যানেলটি আমার, যে সমস্ত অভিভাবকগণ এই প্যানেলটিকে ভোট দিয়ে জয়যুক্ত করেছেন তাদের সকলের প্রতি আমি কৃতজ্ঞতা জানাচ্ছি। এ ছাড়াও পুরো নির্বাচনে সার্বিক নিরাপত্তার দায়িত্বে ছিলেন সখিপুর উপজেলা শিক্ষা প্রশাসন ও আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যগণ।