টাঙ্গাইলের সখিপুর উপজেলার ৪নং যাদপুর ইউনিয়ন বিএনপি’র ত্রি-বার্ষিক সম্মেলন বুধবার বিকালে অনুষ্ঠিত হয় নলুয়া ইউরেকা বিদ্যালয় প্রাঙ্গনে। পুলিশ মঞ্চ ভেঙ্গে দিলে পাশ্ববর্তী নির্মানাধীন একটি বিল্ডিংয়ে সম্মেলন অনুষ্ঠিত হয়।
যাদবপুর ইউনিয়ন বিএনপি আহবায়ক নুরুল ইসলামের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা বিএনপি আহবায়ক বীরমুক্তিযোদ্ধা শাহজাহান সাজু(চেয়ারম্যান), সদস্য সচিব বীর মুক্তিযোদ্ধা আ.বাছেদ মাষ্টার, পৌর বিএনপি সদস্য সচিব মীর আবুল হাশেম আজাদ, বাসাইল বিএনপি আহবায়ক এনামুল করিম অটল প্রমুখ। জনাব আযম খান পুলিশের উদ্দেশ্যে বলেন, দ্রব্যমূল্যের উর্ধ্বগতির জন্য আপনাদের পরিবার,পরিজন চরম অসুবিধায় আছে। আপনারা আ.লীগের নয় রাষ্ট্রের প্রজাতন্ত্রের কর্মকর্তা সেভাবে নিরপেক্ষ হিসাবে কাজ করুন। দলীয় কর্মীর মতো আমাদের সভা-সমাবেশ,মঞ্জ পন্ড করবেন না। জনাব আযম খান আরো বলেন, জিয়া পরিবারের তৃতীয় প্রজন্ম দেশনায়ক তারেক রহমান বিলেত থেকে ১৮ঘন্টা পরিশ্রম করছেন দেশ ও দেশর মানুষের কল্যানের জন্য। আগামীতে দেশ রক্ষায় উনার ডাকে সরকার পতনের বৃহত্তর আন্দোলনে সারাদেশের সকল শ্রেনী পেশার মানুষ ঝাপিয়ে পড়বে ইনশাল্লাহ। সমাবেশ শেষে মো.নুরুল ইসলাম মেম্বারকে সভাপতি ও ফরিদ হোসেনকে সাধারন সম্পাদক হিসেবে নির্বাচিত করা হয়।