আজ ২৯ মে (বুধবার) ১৯৭১ সালের কাদেরিয়া বাহিনীর হেড কোয়াটার স্থাপনের ৫৩তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়। মহানম্দপুর মুক্তিযুদ্ধ স্মৃতি সৌধ প্রাঙ্গনে মুক্তিযুদ্ধা কমান্ড কাউন্সিল এবং মহানন্দপুর বিজয় স্মৃতি উচ্চ বিদ্যালয়ের যৌথ উদ্যোগে এ দিবসটি পালিত হয়। দিনের কর্মসূচির মধ্যে ছিল বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিত্বে, বঙ্গবীর আব্দুল কাদের সিদ্দিকী বীর উত্তম এবং আনোয়ারুল আলম শহীদ এর প্রতিকৃতিত্বে পুষ্প স্তবক অর্পণ, বিদ্যালয়ের ছাত্র-ছাত্রী, শিক্ষক ও মুক্তিযোদ্ধা সমন্বয়ে র্যালী ও দিবসকে স্মরণে আলোচনা এবং দোয়ার মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি হয়। এ সময় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার ওআলহাজ্ব ওসমান গনি, সহকারী কমান্ড কাউন্সিল সাইদুর রহমান, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান প্রার্থী আলহাজ্ব ফারুক হোসেন, মহানন্দপুর বিজয় স্মৃতি উচ্চ বিদ্যালয় এর সাবেক প্রধান শিক্ষক বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব সামছুল হক,বর্তমান প্রধান শিক্ষক মোঃ কামরুল হাসান,প্রাথমিক বিদ্যালয় এবং বিজয় স্মৃতির সকল সহকারি শিক্ষক, ছাত্র-ছাত্রী এবং মুক্তিযোদ্ধাগণ।
প্রসঙ্গত উল্লেখ্য যে, ১৯৭১ সালের ২৯ মে সখিপুরের মহানন্দপুর প্রাথমিক বিদ্যালয় ও ফোরকানিয়া মাদ্রাসায় বঙ্গবীর আব্দুল কাদের সিদ্দিকীর নেতৃত্বে মুক্তিযুদ্ধের হেডকোয়াটার প্রতিষ্ঠা হয়। কাদেরিয়া বাহিনীতে ছিল ১৭ হাজার মুক্তিযোদ্ধা এবং ৭০ হাজার স্বেচ্ছাসেবক। প্রায় ৭০ টির মত অভিযান পরিচালনা করেন এই কাদেরিয়া বাহিনী। কোন যুদ্ধেই তারা পরাজিত হন নাই। মুক্তিযুদ্ধের সময় এই বাহিনীর ছিল নিজস্ব হাসপাতাল জনসংযোগ বিভাগ বেতার ও টেলি যোগাযোগ সহ নানা কার্যক্রম। ওই সময় রণাঙ্গন নামে একটি পত্রিকাও প্রকাশিত হয় এখান থেকেই।