টাঙ্গাইলের সখিপুর উপজেলারল কাকড়জান ইউনিয়নের সুরীর চালা আব্দুল হামিদ চৌধুরী উচ্চ বিদ্যালয়েরল প্রধান শিক্ষকের বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির কারনে তার অপসারণ দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (২৭অক্টোবর) দুপুরে বিদ্যালয় আঙ্গিনায় এলাকাবাসী,ছাত্র ছাত্রী,শিক্ষক ও অভিভাবকদের সমন্বয়ে এ মানব বন্ধন অনুষ্ঠিত হয়।এতে ওই বিদ্যালয়ের অভিভাবক সদস্য দীপঙ্কর চন্দ্র বর্মনের সভাপতিত্বে বক্তব্য রাখেন ৫ নং ওয়ার্ডের মেম্বার মোঃ রুহুল আমিন, অভিভাবক সদস্য মঞ্জুর মোর্শেদ,সহকারি প্রধান শিক্ষক মোঃ নুরুল ইসলাম,সরকারি শিক্ষক মনসুর আলী, গোলাম মোস্তফা,ওই বিদ্যালয়ের ছাত্রী আইরিন আক্তার সুমি আক্তার।
সকল বক্তাই বলেন – সীমাহীন দুর্নীতি,তার স্ত্রীকে অবৈধভাবে শিক্ষক হিসেবে নিয়োগ দান,কর্মচারী নিয়োগে, নিয়োগ বাণিজ্য,ফসলি জমির হিসাব নিকাশে গন্ডগোলসহ নানান অভিযোগে অভিযুক্ত ওই প্রধান শিক্ষক মোঃ কফিল উদ্দিন যোগদানের পর থেকে একক আধিপত্য বিস্তার করে আওয়ামী সরকারের এমপিদের পৃষ্ঠপোষকতায় রাম রাজত্ব কায়েম করেছে। গত এক বছর যাবত স্কুলের ম্যানেজিং কমিটি নিয়ে নানা জটিলতা সৃষ্টি করে এলাকাবাসীকে ফুষিয়ে তুলেছেন। তার সকল অপকর্মের কারণে ছাত্র শিক্ষক অভিভাবক ও এলাকাবাসী তার অবসারণ দাবিতে ইতিপূর্বেও মানববন্ধন করেছিল। এ অপকর্মের হোতা প্রধান শিক্ষক কফিল উদ্দিন সকল জায়গায় টাকা পয়সা ছিটিয়ে উপরস্থদের ম্যানেজ করে দাপটের সাথে চলাফেরা করে।
প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে সকলেই দাবি করেন যে, এই দুর্নীতিবাজ প্রধান শিক্ষক এমন একটি ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান থেকে দ্রুত অপসারণ হোক।