টাঙ্গাইলের সখীপুরে আর্ত-সন্ধ্যাণ ব্লাড ফাউন্ডেশনের উদ্যোগে অসহায়দের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।
শুক্রবার(১৮ ডিসেম্বর) দিনব্যাপী উপজেলার বিভিন্ন এলাকায় শীতবস্ত্র বিতরণ করা হয় ।
এ সময় উপস্থিত ছিলেন- সখীপুর আর্ত-সন্ধ্যাণ ব্লাড ফাউন্ডেশনের সভাপতি বশির উদ্দিন আশিক, সহ-সাংগঠনিক সম্পাদক নাসির মিয়া,দপ্তর সম্পাদক মেহেদী হাসান মুমিনসহ অন্যান্য সদস্যরা অসহায়দের কাছে গিয়ে শীতবস্ত্র বিতরণ করেন।
সখীপুর আর্ত-সন্ধ্যাণ ব্লাড ফাউন্ডেশনের সভাপতি বশির উদ্দিন আশিক বলেন, করোনা কালীন সময়ে শুরু থেকে আমাদের সংগঠন নানা ধরনের সচেতনতা মূলক কার্যক্রম পরিচালনা করে যাচ্ছে।
আর এই শীতে অসহায়, প্রতিবন্ধী, মানসিক ভারসাম্যহীন ও ভূমিহীন মানুষদের মাঝে প্রথম ধাপে শীতবস্ত্র বিতরণ করা হলো। আমাদের এই শীতবস্ত্র বিতরণ কার্যক্রম সারা উপজেলায় করা হবে এবং চলমান থাকবে বলে আশা করছি।