উপজেলা সখীপুরে চোলাইমদ সহ ৪ মাদকসেবী ও ব্যবসায়ীকে গ্রেফতার করেছে সখীপুর থানা পুলিশ। বৃহস্পতিবার (১৬ জুলাই) রাতে উপজেলার কচুয়া বাজার এলাকা থেকে ২৬ লিটার চোলাইমদ তাদের গ্রেফতার করা হয়। এ ব্যাপারে গ্রেফতারকৃতদের নামে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে।
শুক্রবার (১৭ জুলাই) দুপুরে গ্রেফতারকৃতদের টাঙ্গাইল আদালতে পাঠানো হয়েছে।
গ্রেফতারকৃতরা হলো- উপজেলার কচুয়া পূর্বপাড়া গ্রামের মৃত আবদুল জলিলের ছেলে হাছান আলী, মৃত আবদুস ছবুর মিয়ার ছেলে শফিকুল ইসলাম, মৃত বছির শিকদারের ছেলে হেলাল শিকদার এবং কচুয়া পশ্চিমপাড়া গ্রামের মৃত খোরশেদ আলম খুরছু (পইক্কা মিয়া)’র ছেলে আবদুল জলিল।
সখীপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আমির হোসেন বলেন, “বৃহস্পতিবার (১৬ জুলাই) রাতে চোলাইমদসহ ৪ মাদকসেবী ও ব্যবসায়ীকে গ্রেফতার এবং তাদের নামে মামলা করে শুক্রবার (১৭ জুলাই) টাঙ্গাইল আদালতে পাঠানো হয়েছে। এছাড়া, তারা দীর্ঘদিন ধরে চোলাইমদ সেবন ও উপজেলার বিভিন্ন এলাকায় মাদকদ্রব্য বিক্রি করে আসছিল। এদের কয়েকজনের নামে পূর্বে মাদক আইনে মামলাও আছে কেউ কেউ জেল-হাজত খেটেছেন।”
তিনি আরও বলেন, পুলিশ সব সময় মাদকসেবী ও মাদক ব্যবসায়ীদের গ্রেফতারে তৎপর রয়েছে।