তুমি কি ফিরবে না নব প্রজন্মের সভ্যতায় ?
ফিরে এসো তোমার হারানো নীল মানচিত্রে!
অপেক্ষার শত প্রহর গুনছে পলকহীন মানবের চোখে –
উদ্যমের এক জনগণের পাঠাগারে,
বসে আছে জ্ঞানের দরজা খোলে।
শ্যামল পাতায় পাতায় স্বপ্ন বিভোর,
যাঁর পল্লব শাল গজারীর বনে মেঘ ছায়া হয়ে দাঁড়ায়।
মহাপ্রলয়ে এক ভয়ানক তিক্ত নিশিতে,
কালে কালে খাবলে খাচ্ছে একদল হায়েনা –
ওঁরা দলবদ্ধ হয়ে…।
ওঁরা বিষাক্ত নিঃশ্বাস ছাড়ে-
আকাশে-বাতাসে, মগজে-পিঠে, শিরায়-উপশিরায়,
সম্মানে, ইতিহাসে, শুদ্ধ সংস্কৃতিতে-কাঁচের দেয়ালের ওপারে বসে
ফ্রি-ফায়ার, পাবজি গেইমে আসক্ত হয়ে।
স্বর্গীয় সৌন্দর্য কাশ্মীরের চেয়েও প্রযুক্তির অপব্যবহার ওদের কাছে বেশি,
আপাদমস্তকে মিশে একাকিত্ব, নিরবতা,
উদাস মন, সংঘাত, হিংসা, লোভ তিল তিল করে খায় সর্বদা।
তুমি কি ফিরবে না নব প্রজন্মের সভ্যতায় ?
কোলাহল পাড়ার খেলার মাঠে-
ডাংগুলি, বউচি, কানামাছি, পুতুল নাচ, ফুটবল খেলায়…।
ফিরে এসো, তুমি ফিরে এসো
ধ্বংস হচ্ছে ওঁরা, ধ্বংস হচ্ছে সমাজ।
ধ্বংস হচ্ছে মনুষ্যত্ব, ধ্বংস হচ্ছে মেধা।
ধ্বংস হচ্ছে বিবেক, ধ্বংস হচ্ছে মূল্যবোধ।
ধ্বংস হচ্ছে নৈতিকতা, ধ্বংস হচ্ছে সংস্কৃতি-
শ্রাবণের উঠুনে তাজা রক্ত হয়ে……।
►কবি◄ শাহাদত হোসেন অনার্স (বাংলা), মেজর জেনারেল মাহমুদুল হাসান আদর্শ কলেজ, টাঙ্গাইল। নলুয়া, সখিপুর, টাঙ্গাইল।