টাঙ্গাইলের ভূঞাপুরে ৩মে শ্রমিক নেতা আজহারুল ইসলামের প্রেসক্লাব ভেঙ্গে দেয়া ও সাংবাদিক আরিফুজ্জামান তপুকে ধাওয়া দেওয়ার ঘটনায় শ্রমিক নেতা আজহারুলকে পাঁচদিনের বহিষ্কার করা হয়েছে।
শনিবার (৬ মে) উপজেলা হলরুমে সাংবাদিক সংগঠনের নেতা, শ্রমিক সংগঠনের নেতাদের সমন্বয়ে বৈঠকে বসা হয়।
এসময় আজহারুল ইসলাম প্রেসক্লাবে হামলা ও সাংবাদিক তপুকে ধাওয়া দেওয়ার ঘটনার কথা স্বিকার করেছেন এবং সভায় সকলের সামনে নিঃস্বার্থ ক্ষমা পার্থনা করেছেন।
সাংসদ ছোট মনিরের সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন, টাঙ্গাইল প্রেসক্লাবের সভাপতি জাফর আহমেদ, ভূঞাপুর উপজেলা নির্বাহী অফিসার মো:বেলাল হোসেন, টাঙ্গাইল প্রেসক্লাবের যুগ্ম সম্পাদক মো:নাসির উদ্দিন, ভূঞাপুর প্রেসক্লাবের সভাপতি শাহআলম প্রামানিক, সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক সহ প্রেসক্লাবের সকল সদস্য ও শ্রমিক নেতারা।
উল্লেক্ষ সরকারি নির্দেশনা ছাড়া সিএনজি-অটোরিকশার ভাড়া বৃদ্ধির নিয়ে সংবাদ প্রকাশের ঘটনায় ক্ষেপে গিয়ে অপকর্ম ঢাকতে সাংবাদিকদের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ দায়ের করেন উপজেলা সিএনজি-অটোরিকশা শ্রমিক ইউনিয়নের সভাপতি আজহার ইসলাম আজহার। বৃহস্পতিবার (৪ এপ্রিল) বিকালে ভূঞাপুর প্রেসক্লাবের দায়ের করা অভিযোগের প্রেক্ষিতে পাল্টা এই মিথ্যা অভিযোগ দায়ের করেন তিনি।পরে সভায় দুই পক্ষের থানার অভিযোগ তুলে নেয়ার আদেশ দেন।