দেশের বৃহৎতম ক্ষুদ্র অর্থায়নকারী প্রতিষ্ঠান গুলোর মধ্যে অন্যতম সোসাইটি ফর সোসাল সার্ভিস (এসএসএস) এর ৬৯০ তম শাখা হিসাবে ঠাকুরগাঁও শাখার উদ্বোধন করা হয়েছে।
মঙ্গলবার (২৯ অক্টোবর) এক অনাড়ম্বর অনুষ্ঠানের মধ্যদিয়ে ঠাকুরগাঁও শাখার উদ্বোধন করেন সংস্থাটির উপ পরিচালক (ঋণ) জবাব অদিতি আরজু।
এসময়ে উপস্থিত ছিলেন দিনাজপুর যোনের যোনাল ম্যানেজার জনাব সাহীন মাহমুদ।অন্যান্যের মধ্যে যোন হিসাব কর্মকর্তা জনাব অরুন কুমার, দিনাজপুর এরিয়ার এরিয়া ম্যানেজার জনাব রাজু আহমেদ, ঠাকুরগাঁও এরিয়ার এরিয়া ম্যানেজার জনাব শেখ আনোয়ার হোসেন, ঠাকুরগাঁও শাখার শাখা ব্যবস্থাপক মাহমুদুল হাসান,শাখা হিসাবরক্ষক আমিনুল ইসলামসহ সংস্থার কর্মী, সদস্য ও সুধীজনেরা উপস্থিত ছিলেন৷
এসময় দিনাজপুর যোনের যোনাল ম্যানেজার জনাব সাহীন মাহমুদ বলেন এসএসএস শুধু মানুষকে ঋণই প্রদান করেন না। এসএসএস একটি বহুমুখী সেবামূলক প্রতিষ্ঠান, শিক্ষা, স্বাস্থ্য ও কৃষি উন্নয়নে এসএসএস কর্ম-উদ্যোগ উল্লেখ করার মত।
উপপরিচালক (ঋণ) জনাব অদিতি আরজু বলেন, দেশ ও মানুষের উন্নয়নে কাজ করে চলছে এসএসএস। সেই ধারাবাহিকতায় নতুন শাখা অফিসের মাধমে এর অগ্রযাত্রা আরো সুদূরপ্রসারী হবে৷ সকলকে সংস্থাটির পাশে থাকারও আহবান জানিয়েছেন তিনি৷
পরে সদস্যদের মাঝে আনুষ্ঠানিক ভাবে ঋণ প্রদান কার্যক্রম অনুষ্ঠিত হয়।