দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে টাঙ্গাইল-৪ কালিহাতী আসনে আচরণবিধি লঙ্ঘন করে রঙিন পোস্টার ও ব্যানার লাগানোর সংবাদ গত রোববার দুপুরে বিভিন্ন অনলাইন নিউজ পোর্টাল ও পত্রিকায় প্রকাশের পর স্বতন্ত্র প্রার্থী সারওয়াত সিরাজের রঙিন পোস্টার ও ব্যানার অপসারণ করেছে উপজেলা প্রশাসন। গতকাল রোববার বিকালে উপজেলা সদরের দক্ষিণ বেতডোবা, কালিহাতী কলেজ গেইট ও মোড়, বাসস্ট্যান্ড, উত্তর বেতডোবা, সাতুটিয়া, উপজেলা পরিষদ এলাকা, বাগুটিয়াসহ উপজেলার বিভিন্ন এলাকায় সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সিফাত বিন সাদেকের নেতৃত্বে রঙিন পোস্টার ও ব্যানার অপসারণ অভিযান পরিচালনা করা হয়।
এলেঙ্গা পৌরসভার এলেঙ্গা বিএম কলেজ এলাকায় স্বতন্ত্র প্রার্থী সারওয়াত সিরাজের পক্ষে রঙ্গিন পোস্টার লাগানোর পাশাপাশি গণসংযোগকালে সশরীরে মানুষের কাছে ভোট ও দোয়া চাচ্ছেন। তিনি নিয়মিত সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক ও ইউটিউবেও ভোট ও সমর্থন প্রত্যাশা করে বিভিন্ন ভিডিও চিত্র প্রচার করার বিষয়ে জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসারের দৃষ্টি আকর্ষণ ও সংবাদ প্রকাশের পর রঙ্গিন পোস্টার ও ব্যানার অপসারণ অভিযান পরিচালনা করতে দেখা যায়।
এ বিষয়ে সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সিফাত বিন সাদেক এবিষয়ে বলেন, সংশ্লিষ্ট প্রার্থীকে সতর্ক করার পরও তা অপসারণ না করায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে রঙিন পোস্টার ও ব্যানার অপসারণ করা হয়। পামাপাশি অন্য সকল প্রার্থীদেরকে আচরণবিধি পরিপালনে সতর্ক করা হয়েছে। নির্বাচনী সকল আইন ও আচরণবিধি পরিপালনে প্রশাসন সবসময় সচেষ্ট থাকবে। ভবিষ্যতে কেউ আচরণবিধি লঙ্ঘন করলে যথাযথ আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।