সিরাজগঞ্জের উল্লাপাড়ায় হজ এজেন্সির টাকা তুলে আত্মসাৎ করায় এক দালালকে আটক করেছে উল্লাপাড়া মডেল থানা পুলিশ। সোমবার সকালে দালাল দেলোয়ার হোসেন কাফিকে তার নিজ বাড়ী থেকে তাকে আটক করা হয়। আটক কাফি উপজেলার লাহিড়ী মোহনপুর ইউনিয়নের পূর্ব বংকিরাট গ্রামের খোন্দকার সোলেমান আলীর ছেলে।
মেসার্স মীর ট্রাভেলস এজেন্সির মালিক মীর বাবু জানান, কাফি মীর ট্রভেন্স হজ্ব এজেন্সির গাইড হিসেবে বিভিন্ন জায়গা থেকে হাজী সংগ্রহের কাজ করতো। এজেন্সির নামে হাজীদের কাছ থেকে টাকা তুলে এজেন্সির মালিকের কাছে জমা না দিয়ে নিজে আত্মসাৎ করে। আত্মসাতকৃত প্রায় ১৩ লাখ টাকা তুলে নিয়ে সে বিভিন্ন জায়গায় পালিয়ে আত্মগোপনে রয়েছে। এব্যাপারে হজ্ব এজেন্সির পক্ষ থেকে তার বিরুদ্ধে থানায় জিডি মামলা দায়ের করা হয়। উক্ত মামলার প্রেক্ষিতে গত সোমবার তাকে গ্রেফতার করে জেল হাজতে পাঠিয়েছে পুলিশ।
তিনি আরও জানান, এ ঘটনায় আমার হজ্ব এজেন্সি ব্যাপক সুনাম ক্ষুন্ন হয়েছে।
ব্যাপারে উল্লাপাড়া মডেল থানার ওসি আসিফ মোহাম্মদ সিদ্দিকুল ইসলাম জানান, হজ্ব এজেন্সির জিডি মামলায় তার বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানা জারি হয়। আদালতের গ্রেফতারী পরোয়ানার প্রেক্ষিতে কাফিকে গ্রেফতার করে জেল হাজতে পাঠানো হয়েছে।