হতদরিদ্রদের মাঝে এস.আই শামীম আল-মামুনের ত্রান সহায়তা
চীপ রিপোর্টার- মোঃ মনির হাসান
প্রকাশ :
সোমবার, ১০ আগস্ট, ২০২০
৯৯৩
ভিউ
৯/১০আগষ্ট দেলদুয়ার উপজেলার নাটিয়াপাড়া গ্রামের হাজী মোঃ দেলোয়ার হোসেনের ছেলে বাংলাদেশ পুলিশের স্পেশাল ব্রান্ঞ্চে কর্মরত এস.আই শামীম আল মামুন (রিপন) “আমাদের টাঙ্গাইল: তথ্য ও সংবাদ”এ প্রকাশিত সংবাদে হতদরিদ্র দের ত্রান সহয়তা দিয়ে পাশে দাঁড়ানোর আহবানে সাড়া দিয়ে তাঁর বেতনের টাকার একটা অংশ থেকে ৪০টি বন্যা দুর্গত হতদরিদ্র পরিবারকে ত্রান সহায়তা করেন।
ইতিপূর্বে তিনি করোনা প্রাদুর্ভাবের প্রারম্ভে হতদরিদ্র দের মাঝে ১লক্ষ ৩০হাজার টাকার ত্রান সহায়তাসহ নগদ অর্থ প্রদান করেছেন।
স্হানীয় এলাকাবাসীদের সাথে কথা বলে জানা যায়, তিনি সামাজিক স্বেচ্ছাসেবক, পরোপকারী ও ন্যায়পরায়ন একজন ব্যক্তি। তাকে বিভিন্ন সময় অসহায় মানুষের পাশে নিঃশর্ত সহযোগীতা করতে দেখা যায়।
“মানুষ মানুষের জন্যে! জীবন জীবনের জন্যে” মানবতার সেবায় আপনিও এগিয়ে আসুন, জয় হোক মানবতার।