টাঙ্গাইলের বাসাইল উপজেলা জামায়াতে ইসলামী দির্ঘ ২৬ বছর পর প্রকাশ্যে কর্মি সন্মেলন করেছে। রবিবার দুপুরে কেন্দ্রিয় শহীদ মিনার চত্বরে উপজেলা আমীর মোঃ আফজাল হোসেনের সভাপতিত্বে এই সন্মেলন অনুষ্ঠিত হয়।বাংলাদেশ জামায়াতে ইসলামীর এসিস্ট্যান্ট সেক্রেটারী জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন।
২০১৩ সালের ফেব্রুয়ারীর পর শেখ হাসিনা সরকার জামায়াতের নিবন্ধন বাতিল এবং তাদের রাজনৈতিক কর্মকান্ডকে সংকুচিত করে রাখলেও জেলার বাসাইল উপজেলায় দুই যুগের বেশি সময় জামায়াতের নেতাকর্মীরা কোন প্রকার সভাসমাবেশ,মিটিং মিছিল করার সুযোগ পায়নি।দির্ঘ সময়পর দলীয় কার্যক্রম করতে পারায় এবং কেন্দ্রিয় নেতাকে অতিথি হিসেবে পেয়ে নেতাকর্মীদের উৎফুল্ল দেখা গেছে।
প্রধান অতিথির বক্তব্যে মাওলানা রফিকুল ইসলাম খান বলেন,স্বৈরাচারী হাসিনা সরকার ক্ষমতায় আসার পর এদেশের চৌকস ৫৭ জন সেনা কর্মকর্তাকে হত্যা করেছে।হাসিনার প্রভু প্রতীবেশী রাষ্ট্র মতিউর রহমান নিজামীকে, জামাতের রাজনীতীকে টার্গেট করেছিলো কারণ প্রতীবেশী রাষ্ট্র জানে দেশের সীমানা রক্ষার জন্য দেশে জামায়াতে ইসলামপন্থীরাই আগে জীবন দেবে। হাসিনাকে আয়না ঘরের নায়িকা উল্লেখ করে তিনি বলেন, আগামী নির্বাচন শুধু নয় বাংলাদেশের রাজনীতীতে তাদের রাজনীতি করার সুযোগ নেই।গত সাড়ে ১৫ বছরের হত্যা,খুন,গুম,জুলুমসহ সকল নির্যাতনের জন্য হাসিনাকে এই ট্রাইবুনালেই বিচারের আওতায় আনতে হবে।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামায়াতের জেলা আমীর আহসান হাবীব মাসুদ,জেলা এসিষ্ট্যান্ট সেক্রেটারী অধ্যাপক শফিকুল ইসলাম খানসহ অন্যরা।