টাঙ্গাইলের ঘাটাইলের সিংগুরিয়া দাখিল মাদ্রাসার ৫০ বছর পূর্তি উপলক্ষে মাদ্রাসার সাবেক শিক্ষক প্রাত্তন শিক্ষার্থীদের সুবর্ণজয়ন্তী ও সংবর্ধনা অনুষ্ঠানের উদ্ভোদকলিয়াকত আলী তালুকদারের উদ্ভোদনের মাধ্যমে অনুষ্ঠিত হয়।
সকালে সিংগুরয়া দাখিল মাদ্রাসা মাদ্রাসার সবর্ণজয়ন্তী বাস্তবায়ন কমটির আহ্বয়ক মো: সোলাইমান সুবর্ণজয়ন্তী ও সবর্ধনা অনুষ্ঠানের সঞ্চালনা করেন।
অনুষ্ঠানে সিংগুরিয়া দাখিল মাদ্রাসার সভাপতি মো:ইমদাদুল হক এরসভাতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়েরসাবেক প্রক্টর অধ্যাপক ডক্টর কে এম সাইফুল ইসলাম খানবিশেষ অতিথি ছিলেন, আনেহলা ইউনিয়নের চয়ারম্যান শাহজাহান তালুদার,ঘাটাইল উপজেলা মাধ্যমিক শিক্ষা অফসার মো:শফিকুল ইসলাম, সিংগুরিয়া দখিল মাদ্রাসার সুপারেনটেনডেন্ট মো:আবুবকর সিদ্দিকী।ইনসান আলী বিএসসি,সহ উপস্থিত ছিলেন বীরমুক্তিযোদ্ধাগন, মাদ্রাসার শিক্ষক ছাত্র-ছাত্রীসহ সুধিজনেরা।আলোচনা শেষে প্রাত্তন শিক্ষর্থীদের উপহার ও দুপুরের খাবারতুলে দেওয়া হয়।