1. admin@amadertangail24.com : md Hasanuzzaman khan : The Bengali Online Newspaper in Tangail News Tangail
  2. aminulislamkobi95@gmail.com : Aminul islam kobi : Aminul islam kobi
  3. anowar183617@gmail.com : Anowar pasha : Anowar pasha
  4. smariful81@gmail.com : ArifulIslam : Ariful Islam
  5. arnobalamin1@gmail.com : arnob alamin : arnob alamin
  6. dms09bd@yahoo.com : dm.shamimsumon : dm shamim sumon
  7. kplithy@gmail.com : Lithy : Khorshida Parvin Lithy
  8. hasankhan0190@gmail.com : md hasanuzzaman : md hasanuzzaman Khan
  9. monirhasantng@gmail.com : MD. MONIR HASAN : MD. MONIR HASAN
  10. muslimuddin@gmail.com : MuslimUddin Ahmed : MuslimUddin Ahmed
  11. sayonsd4@gmail.com : Sahadev Sutradhar Sayon : Sahadev Sutradhar Sayon
  12. sheful05@gmail.com : sheful : Habibullah Sheful
আজ টাঙ্গাইল হানাদার মুক্ত দিবস - Amader Tangail 24
শুক্রবার, ১৭ মে ২০২৪, ০৯:২৯ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদঃ-
গোপালপুরে স্বামীর নির্যাতনে স্ত্রীর মৃত্যু, স্বামী আটক বাসাইলে তামাক নিরোধ বিষয়ক মতবিনিময় সভা নাগরপুর আলিম মাদ্রাসার কেউ পাস করেনি। সখিপুরে এমপিকে আত্মার হুমকির প্রতিবাদে মানবন্ধন ও প্রতিবাদ সভা নাগরপুরে বিয়ে না দেওয়ায় অভিমানে ছেলের আত্মহত্যা গোপালপুরের পরিবহন শ্রমিকদের ডাটাবেজ বা নিবন্ধন তৈরি শুরু আজ ভয়াল ১৩ মে, টর্নেডোর আঘাত আজও ভুলেনি বাসাইলবাসী উল্লাপাড়ায় ৪ মাদ্রাসায় কোন শিক্ষার্থীই পাশ করেনি  ভূঞাপুরে আচরণ বিধি লঙ্ঘনের দায়ে দুই প্রার্থীকে জরিমানা! উপজেলা পরিষদ নির্বাচন ঋণ খেলাপি দায়ে ইঞ্জিনিয়ার সোহরাব হোসেন ও সালাউদ্দিনের মনোনয়ন পত্র বাতিল সখিপুরে আ.লীগের বিরুদ্ধে আ.লীগের প্রতিবাদ সভা কালিহাতীতে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে ৩ লাখ টাকা জরিমানা নাগরপুরে এক নারীর মরদেহ উদ্ধার ঋণ করে জনগণের প্রতিশ্রুতি রক্ষা করছি -ইউপি চেয়ারম্যান ভূঞাপুরে সাংবাদিকদের সাথে নবাগত নির্বাহী অফিসারের মতবিনিময়

আজ টাঙ্গাইল হানাদার মুক্ত দিবস

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশ : শনিবার, ১১ ডিসেম্বর, ২০২১
  • ২৮১ ভিউ

আজ ১১ ডিসেম্বর, টাঙ্গাইল হানাদার মুক্ত দিবস। ১৯৭১ সালের এই দিনে বাংলার দামাল সূর্য সন্তানরা পাকিস্তানি হানাদার বাহিনীর কবল থেকে মুক্ত করে টাঙ্গাইল। উত্তোলন করে স্বাধীন বাংলাদেশের পতাকা। জয় বাংলা স্লোগানে মুখোরিত হয় সারা জেলা। মানুষ পায় মুক্তির স্বাদ। যুদ্ধকালীন সময়ে টাঙ্গাইলের অকুতোভয় বীর মুক্তিযোদ্ধাদের সাহসিকতাপূর্ণ যুদ্ধের কাহিনী দেশের সীমানা পার হয়ে বিদেশেও ছড়িয়ে পড়েছিল।

১৯৭১ সালের ৭ মার্চ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক ভাষণের পর পরই দেশ শত্রু মুক্ত করতে টাঙ্গাইলে গঠন করা হয় স্বাধীন বাংলা গণমুক্তি পরিষদ। চলতে থাকে মুক্তিযুদ্ধের প্রশিক্ষণ। ২৬ মার্চ গণমুক্তি পরিষদের উদ্যোগে টাঙ্গাইল সদর থানায় স্বাধীন বাংলার পতাকা উত্তোলন করা হয়। ২৭ মার্চ বিন্দুবাসিনী সরকারী বালক উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত সভায় টাঙ্গাইলের স্বাধীনতা ঘোষণা দেয়া হয়। ঐদিন রাতেই সার্কিট হাউজ আক্রমন করে মুক্তিযোদ্ধারা। অতর্কিত এ আক্রমনে দুই জন পাকিস্তানি সেনা নিহত হয়। এছাড়া ১৫০ জন আত্মসমর্পন করে।

প্রথম আক্রমনে ব্যাপক সাফল্য পাওয়ায় মুক্তিযোদ্ধাদের মধ্যে আত্মবিশ্বাস জন্মে। এরপর থেকেই গ্রামে গ্রামে যুবকরা সংগঠিত হতে থাকে। পাক বাহিনী ৩ এপ্রিল টাঙ্গাইল প্রবেশ কালে মির্জাপুর উপজেলার গোড়ান-সাটিয়াচড়া নামক স্থানে মুক্তি বাহিনী পাকিস্তানী বাহিনীকে চ্যালেঞ্জ দিয়ে আক্রমন করে। সেদিনের প্রতিরোধ যুদ্ধে ২৩ জন পাকসেনা নিহত হয়। এর পর স্থানীয় রাজাকারদের সহায়তায় পাকবাহিনী পাল্টা আক্রমন চালায় ঐ গ্রামে। এতে মুক্তিযোদ্ধাসহ ১০৭ জন বাঙ্গালী গণহত্যার শিকার হয়। পাকবাহিনী টাঙ্গাইল শহরে প্রবেশ করলে মুক্তিযোদ্ধারা নিরাপদ স্থানে চলে আসে। তারা নতুন করে অস্ত্র সংগ্রহ ও সংগঠিত হতে থাকে। অল্প কয়েক দিনের মধ্যেই মুক্তিযোদ্ধারা সংগঠিত হয়। শুরু হয় বিভিন্ন স্থানে হানাদার বাহিনীর সাথে একের পর এক যুদ্ধ। চারদিক থেকে আক্রমনে দিশেহারা হয়ে পড়ে পাকিস্তানী হানাদার বাহিনী।

১০ ডিসেম্বর বিকেলে টাঙ্গাইল শহরের উত্তরে পৌলিতে ভারতীয় মিত্রবাহিনীর প্রায় ২ হাজার সেনা অবতরণ করায় হানাদারদের মনোবল একেবারে ভেঙ্গে পড়ে। তারা ছুটতে থাকে ঢাকার দিকে। সেই রাতেই মুক্তিযোদ্ধা কমান্ডার বর্তমান কৃষিমন্ত্রী ও বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য আব্দুর রাজ্জাক এমপি টাঙ্গাইল থানা দখল করে সেখানে স্বাধীন বাংলাদেশের পতাকা উত্তোলন করেন।

বীর মুক্তিযুদ্ধা আলমগীর হোসেন বলেন, ১১ ডিসেম্বর ভোর থেকেই শহরে প্রবেশ করতে থাকি এবং সারা শহর নিজেদের দখলে নিয়ে হানাদারদের ধরতে থাকি। এভাবেই টাঙ্গাইল শহর সম্পূর্ণ হানাদার মুক্ত হয়। মুক্তির স্বাদ পেয়ে উল্লসিত মানুষ নেমে আসেন রাস্তায়। ‘জয় বাংলা’ শ্লোগানে মুখরিত হয়ে উঠে পুরো টাঙ্গাইল শহর।

বজ্র কোম্পানী কাদেরিয়া বাহিনী ৭১, এর সহ অধিনায়ক সোলায়মান মিয়া বলেন, ‘কাদের সিদ্দিকীর নেতৃত্বে কাদেরিয়া বাহিনী গঠিত হলে টাঙ্গাইলের মুক্তিযুদ্ধারা যুদ্ধে আরো সাহস নিয়ে ঝাঁপিয়ে পড়ে। আমরা ঘাটাইল থেকে কালিহাতীর পৌলী এলাকার পৌলী ব্রীজে আসলে তখন পাকিস্তানীরা আমাদের উপর হামলা করে সাথে সাথে ড.আব্দুল রাজ্জাকের নেতৃত্বে আমরাও হামলা করি পরে তারা আমাদের সাথে যুদ্ধে না সামলাতে পেরে পিছপা হয়ে যায়। ‘

ফজলুর রহমান বীর প্রতীক বলেন, ‘পৌলীতে যখন মুক্ত করি তখন টাঙ্গাইলের সকল জায়গায় খোঁজ নেন কাদের সিদ্দিকী ও রাজ্জাক সাহেব তখন আমরা যখন শুনি টাঙ্গাইল মুক্ত হয়ে গেছে তখন শহরে প্রবেশ করে শহরে এসে টাঙ্গাইল মুক্ত ঘোষনা করি।’

বীর মুক্তিযুদ্ধা শুকুর মাহমুদ বলেন, ‘পাক হানাদার বাহিনীর দোসর স্থানীয় রাজাকাররা মুক্তিযুদ্ধ চালাকালে অসংখ্য মুক্তিকামী নারী-পুরুষ ও মুক্তিযোদ্ধাদের ধরে পাকবাহিনীর ক্যাম্পে নিয়ে যেত। সেখানে তাদের পৈচাশিক নির্যাতন করে হত্যা করা হতো। পাকিস্তানী হানাদার বাহিনীর বর্বরতার সাক্ষী হয়ে আছে টাঙ্গাইলের বধ্যভূমি ও গণকবরগুলো।’

নিউজটি সোস্যালমিডিয়াতে শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved © 2021
Theme Customized BY LatestNews