- Amader Tangail 24 - https://amadertangail24.com -

আমার স্মৃতি ঘিরে

আমার স্মৃতি ঘিরে

সাদিয়া সুলতানা অশ্রু

 

স্মৃতির পাতায় আজ বাইশটি বছর।
হঠাৎ ই আজ মনে হলো সেদিনের সেই ক্ষণ,
ছোট্ট আমি, খুব হাসিখুশি,চঞ্চল,
বাবা মায়ের কাছে ছিলাম অমুল্য রতন।

বয়স যখন তিন বা তিন ছুঁইছুঁই,
প্রকৃতিকে জানতে শেখা বাবার হাতটি ধরে,
স্মৃতিরা যদিও আজ ঝাপসা চোখের পাতায়
তবু এটুকো মনে আছে!
সন্ধ্যা রাতের মিলনক্ষণে আমরা বাবা মেয়ে ঝিনুক নদীর পারে।

বাবা দেখাতেন সূর্য ডুবার অপরূপ দৃশ্য
কীভাবে রক্তিম আভা ছরিয়ে পরে আকাশের নীলে,
বাবাই শিখিয়ে ছিলেন প্রথম প্রকৃতির কাছে আসতে
নির্মল এই ধরণীর রূপে হারিয়ে যেতাম দু’জন মিলে।

সেই থেকে প্রকৃতির প্রতি মায়া পরে যায়
যে মায়া আজো কাটিয়ে উঠতে পারি নি।

সময়ের খেয়ালে চারপাশে সবাই যখন খুব অভীমানি
আমি তখন খুব একটা নিঃসঙ্গ নই,
প্রকৃতির মাঝে নতুন করে বাঁচার স্বপ্ন বুনি।

আজ বাইশ বছর পর,,
আমি আছি, আছে সেই চিরচেনা ঝিনুক নদী,
তবু একটা স্মৃতি খুব খারাপভাবে তাড়া করে আমায়
বয়সের ভারে নুইয়ে পরা বাবা আজ নেই,
বাবার হাতটি ধরে আর হারানো হয় না প্রকৃতির নীলিমায়।

বাবা মেয়ের কী এক সুন্দর রসায়ন ছিল
প্রকৃতির অজানা রূপের ভীরে,
আজ বাবা নেই!
তবু সেদিনের সোনালী অতিত খুব নীবির ভাবে জড়িয়ে আছে আমার স্মৃতি ঘিরে।।