করোনাভাইরাসের সংক্রমণে দৈনন্দিন মৃত্যুর তালিকায় বাংলাদেশ শীর্ষ ১০ এ অবস্থান করছে। শুক্রবার করোনা সংক্রমণ নিয়ে তথ্য প্রকাশকারী ওয়েবসাইট ওয়ার্ল্ড মিটারের তালিকায় এমনটাই দেখা গেছে।
গত ১০ আগস্ট থেকে ওয়ার্ল্ড মিটারের তালিকা বিশ্লেষণ করে দেখা গেছে, দৈনন্দিন মৃত্যুর তালিকায় শীর্ষ অবস্থানে রয়েছে যুক্তরাষ্ট্র। এই তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে মেক্সিকো। ওই দিন বাংলাদেশে করোনায় মৃতের সংখ্যা ছিল ৩৯ জন। শুক্রবার তালিকায় ৯ নম্বর অবস্থানে চলে এসেছে বাংলাদেশ। এই দিন বাংলাদেশে ৩৪ জন করোনা আক্রান্তের মৃত্যু হয়েছে। একই সময় তালিকায় অষ্টম স্থানে থাকা সৌদি আরবে মারা গেছে ৩৫ জন।
দৈনন্দিন সংক্রমণের তালিকায়ও বাংলাদেশ শীর্ষ ১০ এর মধ্যে অবস্থান করছে। এই তালিকায় শুক্রবার বাংলাদেশের অবস্থান ছিল ষষ্ঠ। গত২৪ ঘণ্টায় দেশে ২ হাজার ৭৬৬ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। উপসাগরীয় দেশ ইরান এই তালিকায় গত চার দিন ধরে বাংলাদেশের আগে কিংবা পরে অবস্থান করছে।