বৈশ্বিক করোনাভাইরাসের প্রাদুর্ভাব এখনও কমেনি। দুই মাস আগের চেয়ে অনেক বেশি সংখ্যক মানুষের দেহে প্রতিদিন করোনা শনাক্ত হচ্ছে এবং আগের তুলনায় অধিক মানুষের মৃত্যু হচ্ছে।
ওয়ার্ল্ডোমিটারের তথ্য বলছে, শুক্রবার সকাল ৮টা পর্যন্ত এরই মধ্যে বিশ্বের ১ কোটি ৫৬ লাখ ৫১ হাজার ৬০০ মানুষ করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। আর সারা বিশ্বে মারা গেছেন ৬ লাখ ৩৬ হাজার ৪৬৪ জন মানুষ।
গত ২৪ ঘণ্টায়ও বিশ্বে করোনায় মারা গেছেন ৬ হাজার ৩০৯ জন। আর ২ লাখ ৭৫ হাজার ৯৯১ জনের দেহে ভাইরাস শনাক্ত হয়েছে। এর মধ্যে যুক্তরাষ্ট্রে মারা গেছেন ১ হাজার ১৫০ জন, শনাক্ত ৬৯ হাজার ১৬ জনের দেহে, ব্রাজিলে ১ হাজার ৩১৭ জনের মৃত্যু ও শনাক্ত হয়েছে ৫৮ হাজার ৮০ জনের দেহে।
বিশ্বের শীর্ষ তিন নাম্বার করোনা আক্রান্ত দেশ ভারতও পিছিয়ে নেই। ক্রমাগত বাড়ছে ভাইরাসের প্রকোপ। গত ২৪ ঘণ্টায় করোনায় মারা গেছেন ৭৫৫ জন ও শনাক্ত হয়েছে ৪৮ হাজার ৪৪৬ জনের দেহে।
বিশ্বব্যাপী সুস্থ হয়ে ওঠেছে ৯৫ লাখ ৩৫ হাজার ২১৩ জন মানুষ।
সূত্রঃ চ্যানেল আই অনলাইন
উপদেষ্টা সম্পাদকঃ ডা. মাহমুদুল হাসান, প্রধান সম্পাদকঃ মুসলিম উদ্দিন আহমেদ, সম্পাদকঃ হাবিবুল্লাহ শেফুল
Copyright © 2022 amadertangail24.com All rights reserved.